ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
তাড়াশের নওগাঁ বাজারে দোকান ও বাসা বাড়ি দুধর্ষ ডাকাতি ২০ লাখ টাকার মালামাল লুট
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Saturday, 22 November, 2025, 4:07 PM

তাড়াশের নওগাঁ বাজারে দোকান ও বাসা বাড়ি দুধর্ষ ডাকাতি ২০ লাখ টাকার মালামাল লুট

তাড়াশের নওগাঁ বাজারে দোকান ও বাসা বাড়ি দুধর্ষ ডাকাতি ২০ লাখ টাকার মালামাল লুট

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে একদল ডাকাত  হানা দিয়ে  নগদ অর্থ, রৌপ্য ও স্বর্ণালঙ্কার সহ বীজধান লুট করে নিয়ে গেছে । 
শুক্রবার দিবাগত রাতের যে কোনো সময় এ ঘটনা সংঘটিত হয়।

আজ শনিবার (২২ নভেম্বর)  সকালে লোকজন জানতে পেরে, পুলিশ কে খবর দেয়। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে মর্মে ওসি মো: জিয়াউর রহমান নিশ্চিত করেছেন। জানা যায়, উপজেলার নওগাঁ বাজারে মিল্টনের বীজধানের গোডাউনে ডাকাতরা হানা দিয়ে তালা ভেঙ্গে সংরক্ষিত  বিভিন্ন প্রজাতির ৫০ কেজি ওজনের ১২০ বস্তা বীজধান লুট করে। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

তাড়াশের নওগাঁ বাজারে দোকান ও বাসা বাড়ি দুধর্ষ ডাকাতি ২০ লাখ টাকার মালামাল লুট

তাড়াশের নওগাঁ বাজারে দোকান ও বাসা বাড়ি দুধর্ষ ডাকাতি ২০ লাখ টাকার মালামাল লুট

এছাড়াও একই বাজারের পূর্বপাশে মো: আনিসুর রহমানের বাসা বাড়ির গেটের তালা কৌশলে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চেতনানাশক ছিটিয়ে বাড়ির লোকজন কে  অজ্ঞান করে।  এরপর ঘরে ঢুকে   আলমারির তালা ভেঙে  নগদ ৮ লাখ টাকা, ১০ ভরি রৌপ্য ও ২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা টের পেয়ে অজ্ঞান অবস্থায় আনিসুর রহমান ও তার স্ত্রী আদুরী খাতুন কে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

পরে পুলিশ কে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। উল্লেখ্য,  ইতোপূর্বে চেতনানাশক ছিটিয়ে ৮ টি ডাকাতি সংঘটিত হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেননি। যারফলে এ অঞ্চলের জনমনে আতঙ্ক বিরাজ করছে। তাড়াশ থানার অফিসার- ইন -চার্জ (ওসি) মো:  জিয়াউর রহমান বলেন, এটা ডাকাতি নয়, সংঘবদ্ধ চুরি।  এ অপরাধী চক্রকে ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status