|
বাসে অজ্ঞান পার্টির খপ্পরে শ্রমিক, আটক ১
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাসে অজ্ঞান পার্টির খপ্পরে শ্রমিক, আটক ১ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরদৌস সানা ঢাকায় কাজ করেন। সেদিন চাচার মৃত্যুর খবর পেয়ে তিনি রাতে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে আরিচা ঘাট পার হওয়ার পর বাসে তার পাশের সিটে বসা এক অজ্ঞাত ব্যক্তি কৌশলে ঝালমুড়ির সঙ্গে অজ্ঞান করার মতো ফুড পয়জন জাতীয় কিছু খাওয়ায়। কিছুক্ষণ পর ফেরদৌস অসুস্থ বোধ করলে উক্ত ব্যক্তি তার টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ফেরদৌস চিৎকার দিলে বাসের সুপারভাইজার ও অন্যান্য যাত্রীরা দ্রুত এগিয়ে এসে অজ্ঞান পার্টির ওই সদস্যকে ধরে ফেলে। পরে স্থানীয়রা তাকে গণধোলাই দেয়। বর্তমানে ফেরদৌস ও ধৃত অজ্ঞান পার্টির সদস্য দুজনেই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এদিকে শনিবার সকালে হাসপাতাল সূত্রে খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পাইকগাছা থানার এসআই সুমন গাইন জানান, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
