ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকের মাকে লেখা শেষ চিঠি; ১০৯ বছর পর মিলল অস্ট্রেলিয়ার উপকূলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 October, 2025, 1:53 PM

প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকের মাকে লেখা শেষ চিঠি; ১০৯ বছর পর মিলল অস্ট্রেলিয়ার উপকূলে

প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকের মাকে লেখা শেষ চিঠি; ১০৯ বছর পর মিলল অস্ট্রেলিয়ার উপকূলে

চিঠিগুলোর মধ্যে একটি নিজের মাকে উদ্দেশ্য করে লিখেছিলেন প্রাইভেট ম্যালকম নেভিল। মর্মান্তিকভাবে, এর কয়েক মাস পরেই মাত্র ২৮ বছর বয়সে যুদ্ধক্ষেত্রে নিহত হন তিনি।

প্রথম বিশ্বযুদ্ধের সময়, ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে যোগ দিতে যাওয়ার মাত্র কয়েক দিনের মাথায় দুই অস্ট্রেলীয় সেনা দুইটি আবেগঘন চিঠি লেখে বোতলে ভরে সাগরে ভাসিয়ে দিয়েছিলেন। এক শতাব্দীরও বেশি সময় পর দক্ষিণ-পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে পাওয়া গেছে সেই বোতল। চিঠিগুলো পেয়ে রীতিমতো হতবাক সৈনিকদের বংশধররা।

মঙ্গলবার ডেব ব্রাউন নামের এক স্থানীয় বাসিন্দা জানান, চলতি মাসের শুরুর দিকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এসপেরেন্সের কাছে প্রত্যন্ত হোয়ার্টন বিচে আবর্জনা পরিষ্কার করার সময় তার পরিবার একটি মোটা কাচের বোতল খুঁজে পায়। নিয়মিত কোয়াড বাইক ভ্রমণে গিয়ে তারা সৈকতের আবর্জনা পরিষ্কার করেন। 

বোতলের ভেতরে থাকা কাগজের চিঠি ভিজে গেলেও তখনও পাঠযোগ্য ছিল। চিঠিগুলো হাতে পেয়ে ব্রাউন সে দুই সেনাদের পরিবার খুঁজে বের করার উদ্যোগ নেন।

চিঠিগুলোর মধ্যে একটি লিখেছিলেন প্রাইভেট ম্যালকম নেভিল। তার মাকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে তিনি জানান যে জাহাজের খাবার 'সত্যিই ভালো ছিল' এবং তারা 'খুব খুশি' ছিলেন। মর্মান্তিকভাবে, এর কয়েক মাস পরেই মাত্র ২৮ বছর বয়সে যুদ্ধক্ষেত্রে নিহত হন তিনি। অন্য সৈনিক, ৩৭ বছর বয়সী প্রাইভেট উইলিয়াম হার্লে যুদ্ধ শেষে বেঁচে ফিরে আসেন নিজ বাড়িতে।

হার্লের লেখা চিঠিটি ছিল বোতলটির সম্ভাব্য আবিষ্কারকের উদ্দেশ্যে লেখা। হার্লের চিঠিতে উল্লেখ ছিল, বোতলটি 'কোথাও গ্রেট অস্ট্রেলিয়ান বাইটে' ছুড়ে ফেলা হয়েছিল, অর্থাৎ দেশটির দক্ষিণ উপকূলের গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। 

বিশেষজ্ঞদের মতে, বোতলটি হোয়ার্টন বিচে আসার আগে মাত্র কয়েক সপ্তাহ পানিতে থাকতে পারে এবং সেখানে এটি ১০০ বছর ধরে বালিতে চাপা পড়ে থাকতে পারে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status