ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১০ কার্তিক ১৪৩২
নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি, প্রতীক হাতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 October, 2025, 6:08 PM

নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি, প্রতীক হাতি

নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি, প্রতীক হাতি

আদালতের আদেশে আরও একটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। হাতি প্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপি।

রোববার দলটির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় নিবন্ধন সনদ নিয়েছেন।

নির্বাচন কমিশন-ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিট আবেদনের সূত্রে হাই কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইসি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।

এ দলের জন্য হাতি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫৭।

বিআরপির চেয়ারম্যান আবু হানিফ হৃদয় নিবন্ধন সনদ পেয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, “গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায় বিচার পেয়েছি।”

সবশেষ গত সেপ্টেম্বরে আদালতের আদেশে বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দেওয়া হয়।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধনের নিয়ম চালু হয়। দেশে এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৭টি হলেও নিবন্ধন বাতিল ও স্থগিত রয়েছে আওয়ামী লীগসহ পাঁচটি দলের।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। ২২টি দলের সরেজমিন তদন্ত শেষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়।

এক ডজন দলের বিষয়ে পুনঃতদন্ত চলছে। সব শর্ত পূরণ করলে নিবন্ধনযোগ্য দলের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status