ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
জীবন রক্ষাসহ ৫ দফা দাবিতে চিলমারীতে মানববন্ধন
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
প্রকাশ: Sunday, 26 October, 2025, 5:05 PM

জীবন রক্ষাসহ ৫ দফা দাবিতে চিলমারীতে মানববন্ধন

জীবন রক্ষাসহ ৫ দফা দাবিতে চিলমারীতে মানববন্ধন

বাস্তুচ্যুত, ভূমিহীন ও অসহায় মানুষের বসতভিটা ও জীবন রক্ষাসহ ৫ দফা দাবিতে চিলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রমনা ঘাট ব্রহ্মপুত্র নদীর তীরে বাস্তুচ্যুত, ভূমিহীন ও অসহায় জনগণ ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উত্থাপিত ৫ দফা দাবি সমূহ হলো
১) পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী জোড়গাছ বাজার ঘাট মালদানী বন্দরের স্থাপন,
২) ভূমিহীনদের ছেলে–মেয়েদের বন্দরে চাকুরির সুযোগ নিশ্চিত করা,
৩) জমি অধিগ্রহণের প্রয়োজন হলে ন্যায্য মূল্য প্রদান করা,
৪) স্ট্যাম্পধারী ভূমিহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করা,
৫) নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর উচ্ছেদ না করা।

মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। এসময় বক্তব্য রাখেন সংগঠনের নেতা বাদশাহ আলমঙ্গির, নুরুল আমিন সরকার, মাজেদুল ইসলাম, আঃ গনি, নুর ইসলাম, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা মাজু ইব্রাহিম, মাছুদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী জোড়গাছ ঘাট এলাকায় মালবাহী জেটি নির্মাণ করা হোক। রমনা ঘাটে উভয় জেটি নির্মাণের সিদ্ধান্তে শতশত নদীভাঙ্গন কবলিত পরিবার বিপর্যস্ত হয়ে পড়বে। আমরা জীবন রক্ষার স্বার্থে এই অবিচার মেনে নেব না।”

উল্লেখ্য, চিলমারী নদী বন্দর স্থাপনের ঘোষণার পর যাত্রী পারাপারের জন্য রমনা ঘাটে এবং পরিবহন ও মালামাল পারাপারের জন্য জোড়গাছ ঘাটে জেটি নির্মাণের পরিকল্পনা থাকলেও অজ্ঞাত কারণে বর্তমানে উভয় জেটিই রমনা ঘাট এলাকায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অধিকহারে জমি অধিগ্রহণের প্রয়োজন হওয়ায় বিপাকে পড়েছেন জমির মালিক ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত বহু পরিবার। ফলে তারা পূর্বের সিদ্ধান্ত বহাল রাখার জোর দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status