|
বিএনপি ক্ষমতায় গেলে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলায় রূপান্তরিত করা হবে: হাসান মামুন
নতুন সময় প্রতিনিধি
|
![]() বিএনপি ক্ষমতায় গেলে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলায় রূপান্তরিত করা হবে: হাসান মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সত্তার হাওলাদার ও দশমিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. শাহআলম শানু। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। বিকাল ৪ টায় জনসভা শুরুর পূর্ব থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি-সম্পাদকদের নেতৃত্বে মিছিল সহকারে জনসভা স্থলে শত শত নারী ও পুরুষ সহকারে জড়ো হতে থাকে। এভাবে জনসভাস্থল হাজার হাজার নেতাকর্মীদের পদভারে জনসমুদ্রে পরিনত হয়। ![]() বিএনপি ক্ষমতায় গেলে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলায় রূপান্তরিত করা হবে: হাসান মামুন এসময় উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ সকল স্তরের নেতৃবৃন্দের একটিই দাবি ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অত্র অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নেতা হাসান মামুন ভাইকে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে মনোনয়ন দেওয়া। এছাড়া এ আসনে অন্য কাউকে মনোনয়ন দিলে তারা তাকে মেনে নেবেন না বলে হুশিয়ারি উচ্চারণ করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
