|
ইসরায়েলি অর্থমন্ত্রী সৌদি নেতাদের ‘উট আরোহন চালিয়ে যান’ বলে কটাক্ষ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ইসরায়েলি অর্থমন্ত্রী সৌদি নেতাদের ‘উট আরোহন চালিয়ে যান’ বলে কটাক্ষ স্মোরিচের এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন আগামী ১৭ নভেম্বর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন এবং ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনা হতে পারে। সৌদি নেতৃত্ব ইতোমধ্যেই স্পষ্ট জানিয়েছে, তারা ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। স্মোরিচের এই কটাক্ষের পর পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে, ইসরায়েলের কনেসেটে পশ্চিম তীরের অংশে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রয়োগের একটি বিল পাস হয়েছে, যা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। স্মোরিচের দল ধর্মীয় সিয়োনিজম পার্টি এই পদক্ষেপের পক্ষে এবং তারা ফিলিস্তিনের স্বাধীনতা দাবি ও সৌদি আরবের শর্তকে প্রত্যাখ্যান করেছে। এই সব পরিস্থিতির মধ্যে সৌদি-ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
