দীর্ঘ সময় বাইরে থাকার জন্য উপযুক্ত ফোন এ৬ প্রো
নতুন সময় প্রতিবেদক
|
![]() দীর্ঘ সময় বাইরে থাকার জন্য উপযুক্ত ফোন এ৬ প্রো আউটডোরের দিন সাধারণত ভোর থেকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ হতে পারে; আর ঠিক এসময়, এ৬ প্রো’র ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ব্যাপকভাবে কাজে লাগে। চার্জ শেষ হয়ে গেলেও, অপোর ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিংয়ের কারণে আপনাকে অপেক্ষা করতে হবে না। কোনো লাঞ্চ ব্রেক বা কফি খাওয়ার সময়েই ব্যাটারি লাইফ আবার আগের মতো চলনসই হবে। আর রিভার্স চার্জিংয়ের মাধ্যমে আপনি আপনার পাশে থাকা অন্য কাউকে তাদের ডিভাইসের ব্যাটারি শেষ হয়ে গেলেও সহায়তা করতে পারবেন। অ্যাডভেঞ্চার সবসময় সুন্দর আবহাওয়ায় না-ও হতে পারে; কিন্তু তবু এ৬ প্রো আপনার পাশে থাকবে। এর আইপি৬৯ সার্টিফিকেশন ডিভাইসটিকে ধুলা, পানি বা কঠিন পরিস্থিতিতেও সুরক্ষিত রাখে। এতে আরও রয়েছে আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি। গরমে বাইরে থাকার সময় ফোনের তাপমাত্রা দ্রুত বেড়ে যেতে পারে, কিন্তু এ৬ প্রো’র সুপারকুল ভিসি সিস্টেম সঠিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে; এমনকি রোদে বা দীর্ঘ গেমিং সেশনের সময়ও ডিভাইসের পারফরম্যান্স রাখে স্মুথ। ডিভাইসের ওপর নির্ভর করেন এমন পেশাজীবিদের জন্য এই ফোনটি একদম যথার্থ। বিশেষ করে, সাংবাদিক, গবেষক, সার্ভেয়ার ও কনটেন্ট ক্রিয়েটররা নিরবচ্ছিন্ন কাজ নিশ্চিত করতে এর ওপর নির্ভর করতে পারেন। রোজউড রেড ও স্টেলার ব্লু এই দুইটি অনন্য রঙে অপো এ৬ প্রো (৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ) পাওয়া যাচ্ছে মাত্র ৩৪,৯৯০ টাকায়।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |