ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫ ২২ আশ্বিন ১৪৩২
সব ক্ষেত্রেই স্মার্ট পারফরম্যান্সে রেডমি প্যাড ২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 October, 2025, 5:32 PM

সব ক্ষেত্রেই স্মার্ট পারফরম্যান্সে রেডমি প্যাড ২

সব ক্ষেত্রেই স্মার্ট পারফরম্যান্সে রেডমি প্যাড ২

বাংলাদেশী টেকপ্রেমীদের অভিজ্ঞতায় নতুনত্ব নিয়ে এলো শাওমি রেডমি প্যাড ২। ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে ছাড়াও আকর্ষণীয় ডিজাইনের এই ট্যাবটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও দুর্দান্ত সাউন্ড সিস্টেম। গান শোনা, সিনেমা দেখা ছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনা ও দক্ষতার সাথে অফিশিয়াল কাজ সারতে দারুণ কার্যকরী এ ডিভাইসটি তাই টেকপ্রেমীদের নজর কাড়ছে খুব সহজেই।

প্যাডটির ১১ ইঞ্চি সাইজের হাই রেজ্যুলেশনের ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লেটিতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ফলে বিনোদনপ্রেমী শাওমি ফ্যানরা স্মুদ অভিজ্ঞতায় বিভিন্ন কনটেন্ট, ভিডিও দেখার পাশাপাশি অনায়াসে মজার সব গেমও উপভোগ করতে পারবেন।

শাওমি রেডমি প্যাড ২ এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর শক্তিশালী ৯০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি। ফাস্ট চার্জিং সুবিধার এই প্যাড একবার চার্জ দিয়ে সারাদিন নির্ভার হয়ে ব্যবহার করা যায়। ফলে দূরে ভ্রমণে হোক, কিংবা হোক দীর্ঘ সময়ের অনলাইন ক্লাস বা মিটিং, প্যাডটি হয়ে উঠেছে টেকপ্রেমীদের উপযুক্ত সঙ্গী।

ডিভাইসটির আধুনিক অডিও সিস্টেম এটিকে টেকপ্রেমীদের কাছে করেছে আরও আকর্ষণীয়। এতে থাকা কোয়াড স্পিকারের সাউন্ড কোয়ালিটি গ্রাহককে দেয় অনন্য বাস্তবসম্মত অভিজ্ঞতা। ফলে বাড়িতে ইয়ারফোন ছাড়াই স্বাচ্ছন্দ্যে অনলাইনে ক্লাস করা, ভার্চুয়াল মিটিং করা থেকে শুরু করে সিনেমা দেখা, গান শোনা কিংবা গেম খেলার জন্যও প্যাডটি ভীষণ কার্যকরী।

প্যাডটিতে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি১০০ আলট্রা প্রসেসর, যা এর এফিশিয়েন্সি বাড়িয়ে তুলে দৈনন্দিন ব্যবহারের মাল্টিটাস্কিংয়ে আরও স্মুদ ও ফাস্ট পারফরম্যান্স নিশ্চিত করে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় ডিভাইসটি ওজনেও হালকা, তাই সহজেই ক্যারি করা যায়।

প্যাডটির ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করাসহ অন্যান্য জরুরী কাজও সেরে ফেলা যায় অনায়াসে।

গ্রাফাইট গ্রে, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার পার্পল- তিনটি আকর্ষণীয় কালারে এবং দুটি ভ্যারিয়েন্টে প্যাডটি দেশের সব শাওমি মি-স্টোরে পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের এ প্যাডটির মূল্য যথাক্রমে ২২,৯৯৯ টাকা ও ২৫,৯৯৯ টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status