ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫ ২২ আশ্বিন ১৪৩২
পাইকগাছায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
প্রকাশ: Monday, 6 October, 2025, 2:23 PM

পাইকগাছায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন

পাইকগাছায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন

পাইকগাছায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ, দুর্নীতি ও মাফিয়া চক্রের দৌরাত্ম্যের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৬ অক্টোবর ) সকাল ১০টায় ইসলামী ব্যাংক পাইকগাছা পৌর সদরে অবস্থিত শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। 

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক আলহাজ্ব মুরশাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শফিয়ার রহমান, কাজী মোস্তাক আহমেদ, হাফেজ মেসবাহ উল আলম, শাহাদাৎ হোসেন তালিম, সাকিব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও দক্ষ কর্মকর্তাদের পুনর্বহাল করে ব্যাংকটিকে জাতীয় অর্থনীতির মেরুদণ্ডে পরিণত করতে হবে। ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের প্রভাব ও সিন্ডিকেটের মাধ্যমে দখল হয়ে পড়েছে। ব্যাংকের শেয়ার, পরিচালনা পর্ষদ এবং নিয়োগ প্রক্রিয়ায় গোষ্ঠীস্বার্থকে প্রাধান্য দিয়ে দেশের অন্যতম ইসলামী আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, এক সময় ইসলামী ব্যাংক ছিল দেশের সর্বাধিক বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিষ্ঠান। কিন্তু বর্তমানে অদক্ষ, অযোগ্য এবং পক্ষপাতমূলক নিয়োগের কারণে ব্যাংকের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

তারা দাবি করেন, এস আলম গ্রুপ কতৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের দ্রুত ছাঁটাই করে ব্যাংকটিকে আগের স্বচ্ছতা ও দক্ষতার অবস্থানে ফিরিয়ে আনতে হবে।
 ব্যাংকের গ্রাহকদের সাথে হয়রানি, ঋণ প্রদানে বৈষম্য এবং চাকরিতে অনিয়মের অভিযোগ তুলে বলেন, ইসলামী ব্যাংক কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়, এটি জনগণের টাকায় গড়ে ওঠা আমানতকারীদের ব্যাংক। তাই ব্যাংকটিকে মাফিয়াদের হাত থেকে রক্ষা করতে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংকের সামনে এসে শেষ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status