পাইকগাছায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
|
![]() পাইকগাছায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক আলহাজ্ব মুরশাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শফিয়ার রহমান, কাজী মোস্তাক আহমেদ, হাফেজ মেসবাহ উল আলম, শাহাদাৎ হোসেন তালিম, সাকিব প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও দক্ষ কর্মকর্তাদের পুনর্বহাল করে ব্যাংকটিকে জাতীয় অর্থনীতির মেরুদণ্ডে পরিণত করতে হবে। ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের প্রভাব ও সিন্ডিকেটের মাধ্যমে দখল হয়ে পড়েছে। ব্যাংকের শেয়ার, পরিচালনা পর্ষদ এবং নিয়োগ প্রক্রিয়ায় গোষ্ঠীস্বার্থকে প্রাধান্য দিয়ে দেশের অন্যতম ইসলামী আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে। বক্তারা আরও বলেন, এক সময় ইসলামী ব্যাংক ছিল দেশের সর্বাধিক বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিষ্ঠান। কিন্তু বর্তমানে অদক্ষ, অযোগ্য এবং পক্ষপাতমূলক নিয়োগের কারণে ব্যাংকের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তারা দাবি করেন, এস আলম গ্রুপ কতৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের দ্রুত ছাঁটাই করে ব্যাংকটিকে আগের স্বচ্ছতা ও দক্ষতার অবস্থানে ফিরিয়ে আনতে হবে। ব্যাংকের গ্রাহকদের সাথে হয়রানি, ঋণ প্রদানে বৈষম্য এবং চাকরিতে অনিয়মের অভিযোগ তুলে বলেন, ইসলামী ব্যাংক কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়, এটি জনগণের টাকায় গড়ে ওঠা আমানতকারীদের ব্যাংক। তাই ব্যাংকটিকে মাফিয়াদের হাত থেকে রক্ষা করতে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংকের সামনে এসে শেষ হয়। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |