গোমস্তাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অবহিত করন সভা অনুষ্ঠিত
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
|
![]() গোমস্তাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অবহিত করন সভা অনুষ্ঠিত সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ শেখ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, শিশুদের টাইফয়েড প্রতিরোধে কনজুগেট ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। নির্ধারিত বয়সের সকল শিশুকে এই ভ্যাকসিনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস ১৫ বছর বয়সী স্কুল শিক্ষার্থী ও জন সাধারণের মাঝে মোট ৮৬ হাজার ৩ শত ২১ জনের মাঝে এ টিকা প্রদান করা হবে । |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |