বাগমারায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ সোমবার ( ৬ অক্টোবর) উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে ব্যাংকটির গ্রাহক ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী আশরাফুল ইসলাম আশিকের সঞ্চালনায় বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংক থেকে এস আলমের মাধ্যমে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারিদের বরখাস্ত করার দাবী জানান। বাজারের ব্যবসায়ী, চাকরী প্রত্যাশী ও গ্রাহক হোল্ডাররা বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার অন্যতম নিয়ামক এই ইসলামী ব্যাংক। সেই ব্যাংককে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এস আলম নামে এক দানব। তারা আরো বলেন, ব্যাংকে নিয়ম বহির্ভূত নিয়োগ দেয়ায় বঞ্চিত মেধাবীরা। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই অনতিবিলম্বে এসব অযোগ্যদের বাতিল করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে। সেই সঙ্গে এস আলমকে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করে আটক করার পাশাপাশি পাচার করা অর্থ উদ্ধার করার জোর দাবি করা হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আব্দুস সালাম মাস্টার, গ্রাহক আব্দুর রাজ্জাক শাহ, সাইফুল ইসলাম, মশিউর রহমান, বেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, আকবর আলী,ইমরান আলী সহ স্থানীয় ব্যবসায়ী, চাকরী প্রত্যাশী, গ্রাহকসহ স্থানীয় সুধিবৃন্দ।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |