বছরের প্রথম সুপারমুন আসছে, জেনে নিন সব গুরুত্বপূর্ণ তথ্য
নতুন সময় প্রতিবেদক
|
![]() বছরের প্রথম সুপারমুন আসছে, জেনে নিন সব গুরুত্বপূর্ণ তথ্য জ্যোতির্বিদদের ভাষায়, এ সুপারমুনকে বলা হয় ‘হার্ভেস্ট মুন’। এটি প্রতি বছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায়। এপি নিউজ সূত্রে জানা গেছে, অক্টোবরের এই সুপারমুন এই বছরের তিনটির মধ্যে প্রথম। নাসার তথ্য অনুযায়ী, পূর্ণচাঁদ যখন পৃথিবীর কাছাকাছি আসে, তখন এটি বছরের সবচেয়ে ক্ষীণ চাঁদের তুলনায় প্রায় ১৪% বড় এবং ৩০% উজ্জ্বল দেখায়। এই সূক্ষ্ম পার্থক্য প্রতি বছর কয়েকবার ঘটে এবং কখনো কখনো চন্দ্রগ্রহণের মতো অন্যান্য জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সঙ্গে মিলেও দেখা যায়। ফিলাডেলফিয়ার ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউটের প্রধান জ্যোতির্বিজ্ঞানী ডেরিক পিটস বলেন, ‘এটি আসলে খুব অস্বাভাবিক কিছু নয়।’ তিনি আরও বলেন, ‘যদি আপনি বাইরে যান এবং চাঁদটিকে আকাশে খুব উপরে দেখেন, তবে তুলনামূলক কোনো বিষয় না থাকায় এর আকার বোঝা কঠিন হতে পারে।’ বিশ্বের সকলেই সুপারমুন দেখতে পারবেন, বিশেষ কোনো সরঞ্জামের প্রয়োজন নেই, যদি আকাশ পরিষ্কার থাকে। সর্বশেষ প্রদর্শনে চাঁদ পৃথিবীর থেকে প্রায় ২ লাখ ২৪ হাজার ৬০০ মাইল (৩ লাখ ৬১ হাজার ৪৫৯ কিলোমিটার) দূরে অবস্থান করবে। এই বছরের সবচেয়ে কাছের সুপারমুন নভেম্বরে হবে এবং আরও একটি ডিসেম্বরে। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, ২০২৬ সালে আরও দুটি চন্দ্রগ্রহণের দৃশ্য দেখা যাবে। মার্চে উত্তর আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার বড় অংশে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ এবং আগস্টে আমেরিকা, আফ্রিকা ও ইউরোপে আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |