পানছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মারুফুজ্জামান রেজা, পানছড়ি
|
![]() পানছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুদের সুরক্ষা, শিক্ষা, পুষ্টি ও সমঅধিকার নিশ্চিত করা জাতির অগ্রগতির পূর্বশর্ত। লিঙ্গ বৈষম্য দূরীকরণ, শিক্ষার অধিকার, আইনি সহায়তা, চিকিৎসা সুবিধা ও নারীর বিরুদ্ধে সহিংসতা ও বাল্য বিবাহ রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, পরিবার ও সমাজে কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি করতে হবে, তবেই গড়ে উঠবে একটি বৈষম্যহীন মানবিক সমাজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা বাবলী খীসা, থানা প্রতিনিধি এসআই সোহাগ সরদার, তথ্য আপা অন্তরা চাকমা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, সমাজ সেবা অফিস সহায়ক আইচ্যুক ত্রিপুরা, নারী নেত্রী বিউটি আক্তার সহ স্থানীয় শিশু-কিশোর ও মহিলা নেতৃবৃন্দ। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |