চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হেফাজত নেতাকর্মীদের অবরোধ
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হেফাজত নেতাকর্মীদের অবরোধ এ ঘটনায় বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজতের নেতাকর্মীরা। এতে সকাল থেকে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতা নিহতের ঘটনায় কিছু সমর্থক সড়ক অবরোধ করে রেখেছে। আমরা আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। নিহত সোহেল চৌধুরী বাড়ি সন্দ্বীপে। তবে তিনি দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এর আগে মঙ্গলবার রাউজান উপজেলার নবীনসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারান হেফাজত নেতা। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |