মিথ্যা মামলা, নির্যাতন চাঁদাবাজীতে অতিষ্ট মুকসুদপুর উপজেলার কয়েকটি পরিবার
নতুন সময় প্রতিবেদক
|
![]() মিথ্যা মামলা, নির্যাতন চাঁদাবাজীতে অতিষ্ট মুকসুদপুর উপজেলার কয়েকটি পরিবার মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু মিয়া অভিযোগ করেন, ব্যানার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ এবং ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পর সেলিমুজ্জামান সেলিম তার প্রতিপক্ষসহ অনেক নিরিহ ব্যক্তির নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত বেশ কয়েকজন অভিযোগ করেন, উপজেলা বিএনপির আবদুস সালাম খান ও তরিকুল ইসলাম রাজু মামলায় ফাঁসানোর ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন লোকজনকে হয়রানি করছে। এসবের প্রতিকার চেয়ে প্রশাসন ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা চাওয়া হয় সংবাদ সম্মেলনে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |