ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
উজিরপুরে সন্ধ্যা নদীতে মা-ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান, আতঙ্ক জেলেদের
এ এইচ অনিক
প্রকাশ: Monday, 6 October, 2025, 5:17 PM

উজিরপুরে সন্ধ্যা নদীতে মা-ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান, আতঙ্ক জেলেদের

উজিরপুরে সন্ধ্যা নদীতে মা-ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান, আতঙ্ক জেলেদের

বরিশাল জেলার উজিরপুরে বুকচিড়ে বয়ে জাওয়া সন্ধ্যা নদীথেকে মা-ইলিশ নিধন রক্ষায় কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন, তাদের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় আতংকিত এলাকার ইলিশ শিকারী গন। আর এই অভিযান পরিচালনা করছেন উজিরপুর উপজেলার স্বনামধন্য নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। গত ৪ অক্টোবর অভিযানের প্রথম দিকেই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন তিনি ।

এছাড়া মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন বাস্তবায়নের লক্ষ্যে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় ব্যস্ত সময় পাড় করছেন তিনি। উজিরপুর মডেল থানার চৌকস আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে প্রতিদিন  উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান অব্যাহত রেখেছেন তিনি। অভিযানে সফলতা আসবেই এবং এ বছর ইলিশের চাহিদা মিটবে বলে আশাবাদী উজিরপুর উপজেলা বাসী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা আরও জানান, মা-ইলিশ নিধন রক্ষা অভিযান সফল হবে অবৈধ জেলেরা কোনক্রমেই আইনকে ফাঁকি দিয়ে অবৈধ ভাবে মা-ইলিশ শিকার করিতে পারবে না। এছাড়া তিনি মা-ইলিশ নিধন রক্ষায় উপজেলা প্রশাসন,মৎস্য অধিদপ্তর ও পুলিশের পাশাপাশি এলাকার জনসাধারণ সহ সকল রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সোচ্চার থাকার আহবান জানান। তিনি আরও বলেন জনগণ ঐক্যবদ্ধ থাকলে অবৈধ জেলেরা নদীতে নামতে সাহস পাবেনা। এবং আমরা মা-ইলিশ নিধন রক্ষা শতভাগ সম্ভব হব আমি আশাবাদী। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status