উজিরপুরে সন্ধ্যা নদীতে মা-ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান, আতঙ্ক জেলেদের
এ এইচ অনিক
|
![]() উজিরপুরে সন্ধ্যা নদীতে মা-ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান, আতঙ্ক জেলেদের এছাড়া মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন বাস্তবায়নের লক্ষ্যে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় ব্যস্ত সময় পাড় করছেন তিনি। উজিরপুর মডেল থানার চৌকস আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে প্রতিদিন উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান অব্যাহত রেখেছেন তিনি। অভিযানে সফলতা আসবেই এবং এ বছর ইলিশের চাহিদা মিটবে বলে আশাবাদী উজিরপুর উপজেলা বাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা আরও জানান, মা-ইলিশ নিধন রক্ষা অভিযান সফল হবে অবৈধ জেলেরা কোনক্রমেই আইনকে ফাঁকি দিয়ে অবৈধ ভাবে মা-ইলিশ শিকার করিতে পারবে না। এছাড়া তিনি মা-ইলিশ নিধন রক্ষায় উপজেলা প্রশাসন,মৎস্য অধিদপ্তর ও পুলিশের পাশাপাশি এলাকার জনসাধারণ সহ সকল রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সোচ্চার থাকার আহবান জানান। তিনি আরও বলেন জনগণ ঐক্যবদ্ধ থাকলে অবৈধ জেলেরা নদীতে নামতে সাহস পাবেনা। এবং আমরা মা-ইলিশ নিধন রক্ষা শতভাগ সম্ভব হব আমি আশাবাদী। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |