পটুয়াখালীতে দেবী দুর্গার মহাষ্টমী বিহিত পুজা, অঞ্জলি প্রদান ও বিশ্ব শান্তি কামনা
নতুন সময় প্রতিনিধি
|
![]() পটুয়াখালীতে দেবী দুর্গার মহাষ্টমী বিহিত পুজা, অঞ্জলি প্রদান ও বিশ্ব শান্তি কামনা পরে ধুপ, দ্বীপ, নৈবেদ্য সহকারে ষোড়ষপচারে আরাধনা করা হয় সিংহবাহীনির। ঢাকের বাদ্য, কাশর ঘন্টা, শাঁখ ও উলুধ্বনীতে মুখরিত হয়ে ওঠে পুজা মন্ডপ। আসুরিক শক্তির বিনাশ, পাপ মুক্তি ও শান্তি কাামনায় দুর্গতিনাশীনি দেবী দুর্গার পায়ে পুস্পাঞ্জলী প্রদান করেন ভক্তরা৷ পরে ভক্তদের মাঝে শান্তিজল ও প্রসাদ বিতরন করা হয়। সন্ধ্যায় হবে সন্ধি পুজা। শাস্ত্রমতে ত্রেতা যুগে মহাবতার শ্রী রাম চন্দ্র রাক্ষসরাজ রাবনকে বধের লক্ষ্যে শরৎকালে দেবীর অকাল বোধন করেন। সেই থেকে আসুরিক শক্তির বিনাশে এই তিথিতে মহাসমারোহে দেবীর আরাধনা করেন ভক্তরা। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |