এবার বাঙালি সাজে রুনা খান
নতুন সময় ডেস্ক
|
![]() এবার বাঙালি সাজে রুনা খান মঙ্গলবার (১৭ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্তরাজ্যের বিখ্যাত আব্রাহাম লিংকন মেমোরিয়াল এলাকা থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন রুনা খান। ছবিগুলোতে তাকে দেখা যায় লাল শাড়ি ও স্লিভলেস ব্লাউজে, পুরোপুরি বাঙালিয়ানা ঘরানায় সাজে। ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে তিনি জানান, এটি ছুটিতে পারিবারিক ট্যুরে মেকাপবিহীন ছবি। ![]() এবার বাঙালি সাজে রুনা খান ![]() এবার বাঙালি সাজে রুনা খান ![]() এবার বাঙালি সাজে রুনা খান ![]() এবার বাঙালি সাজে রুনা খান এদিকে, অভিনয়ের ময়দানেও রুনা খান সমানভাবে সক্রিয়। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে তার অভিনয় কুড়িয়েছে প্রশংসা। পাশাপাশি ‘পাপ কাহিনী’ ও ‘নীলপদ্ম’-এর মতো কাজেও দেখা গেছে তাকে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |