ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
এবার বাঙালি সাজে রুনা খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 June, 2025, 8:42 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 18 June, 2025, 8:50 PM

এবার বাঙালি সাজে রুনা খান

এবার বাঙালি সাজে রুনা খান

চলতি মাসজুড়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় রয়েছেন অভিনেত্রী রুনা খান। ১১ জুন যুক্তরাষ্ট্রের হাডসন নদীর তীরে শর্ট প্যান্ট ও টি-শার্টে তোলা কিছু সাহসী ছবি পোস্ট করে যেমন প্রশংসা ও সমালোচনার মুখে পড়েছিলেন, এবার তেমনই প্রশংসিত হলেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে।

মঙ্গলবার (১৭ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্তরাজ্যের বিখ্যাত আব্রাহাম লিংকন মেমোরিয়াল এলাকা থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন রুনা খান। ছবিগুলোতে তাকে দেখা যায় লাল শাড়ি ও স্লিভলেস ব্লাউজে, পুরোপুরি বাঙালিয়ানা ঘরানায় সাজে। ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে তিনি জানান, এটি ছুটিতে পারিবারিক ট্যুরে মেকাপবিহীন ছবি।

এবার বাঙালি সাজে রুনা খান

এবার বাঙালি সাজে রুনা খান

এই পোস্টের পরপরই সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসার বন্যা বইছে। যেখানে আগের সাহসী লুক নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল, এবার প্রশংসা পাওয়া ছবিগুলো যেন তার ব্যক্তিত্বের আরেক দিক উন্মোচন করল- একটি ঐতিহ্যবাহী, সংবেদনশীল, এবং আত্মবিশ্বাসী নারী।

এবার বাঙালি সাজে রুনা খান

এবার বাঙালি সাজে রুনা খান

রুনা খান বরাবরই স্পষ্টবাদী ও সাহসী। বয়স নিয়ে গোপনীয়তা নয়, বরং তা উদযাপনের পক্ষে তিনি। “বয়স লুকানোর কিছু নেই,”-এই মনোভাবেই নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে তুলে ধরছেন তিনি। চল্লিশের কোঠায় এসেও সৌন্দর্য, অভিনয় ও ফ্যাশনে একধরনের আধুনিকতা আর শুদ্ধতার মিশেল তৈরি করেছেন।

এবার বাঙালি সাজে রুনা খান

এবার বাঙালি সাজে রুনা খান

পূর্বে হাডসন নদীর পাড়ে নো মেকআপ লুকে শর্ট প্যান্ট পরা ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে যেমন দৃষ্টি কেড়েছিলেন, তেমনি সমালোচনাও হয়েছিল। মন্তব্য অপশন বন্ধ থাকলেও অনেকে ছবিগুলো শেয়ার করে মতামত দিয়েছেন। কেউ কেউ সেই প্রকাশভঙ্গিকে স্বাধীনতার প্রতীক বলেও উল্লেখ করেছিলেন।

এবার বাঙালি সাজে রুনা খান

এবার বাঙালি সাজে রুনা খান

তবে এবারের লাল শাড়ি পরা রুনা খান যেন ভিন্ন এক আবহ তৈরি করেছেন। তার অনুরাগীরা এই বাঙালি রূপে যেন মুগ্ধ। একজন মন্তব্য করেছেন, "লাল শাড়িতে আপনি শুধু রুনা খান নন, আপনি যেন হাজারো বাঙালি নারীর প্রতিনিধি।"

এদিকে, অভিনয়ের ময়দানেও রুনা খান সমানভাবে সক্রিয়। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে তার অভিনয় কুড়িয়েছে প্রশংসা। পাশাপাশি ‘পাপ কাহিনী’ ও ‘নীলপদ্ম’-এর মতো কাজেও দেখা গেছে তাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status