বসন্তের রঙে রুনা খান! ভক্তদের কি বার্তা দিলেন?
নতুন সময় ডেস্ক
|
![]() বসন্তের রঙে রুনা খান! ভক্তদের কি বার্তা দিলেন? ![]() বসন্তের রঙে রুনা খান! ভক্তদের কি বার্তা দিলেন? ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— “একদা গহীন অরণ্যে ফুটিয়াছিলো অলকানন্দা, আজ বসন্ত!” ![]() বসন্তের রঙে রুনা খান! ভক্তদের কি বার্তা দিলেন? এই বিশেষ ফটোশুটে রুনা খান পরেছেন ফ্যাশনার্স ফ্লেম এর ডিজাইন করা পোশাক, আর ছবিটি তুলেছেন তার প্রিয় ফটোগ্রাফার নূর। ![]() বসন্তের রঙে রুনা খান! ভক্তদের কি বার্তা দিলেন? রুনা খানের এই পোস্টে ভক্তরা বসন্তের শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বসন্তের উচ্ছ্বাসময় এই রঙে সবার সঙ্গে তার আনন্দ ভাগ করে নেওয়ার বার্তাই যেন ফুটে উঠেছে ছবিতে। ![]() বসন্তের রঙে রুনা খান! ভক্তদের কি বার্তা দিলেন? |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |