থাইল্যান্ডে নজরকাড়া লুকে বিদ্যা সিনহা মিম
নতুন সময় ডেস্ক
|
![]() থাইল্যান্ডে নজরকাড়া লুকে বিদ্যা সিনহা মিম ![]() থাইল্যান্ডে নজরকাড়া লুকে বিদ্যা সিনহা মিম বুধবার (৯ এপ্রিল) রাতে মিমের পোস্ট করা সেসব ছবিতে দেখা যায়, থাইল্যান্ডে অবস্থিত শ্বেত মন্দিরে যাবার পর মিম ফটোশুট করেছেন। ![]() থাইল্যান্ডে নজরকাড়া লুকে বিদ্যা সিনহা মিম ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘সাদা মন্দির।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসারা ইমোজি। অফ শোল্ডার বেল স্লিভ ড্রেসে নজরকাড়া লুকে বেশ হাসিখুশি ভাবে ধরা দিয়েছেন তিনি। ![]() থাইল্যান্ডে নজরকাড়া লুকে বিদ্যা সিনহা মিম কমেন্ট বক্সেও ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আপনাকে অনেক সুন্দর লাগছে, অসাধারণ জায়গা সাথে মনোরম পরিবেশ।’ আরেকজনের কথায়, ‘সব সময় আপনাকে অনেক ভালো লাগে।’ ![]() থাইল্যান্ডে নজরকাড়া লুকে বিদ্যা সিনহা মিম মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |