বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডের পরিচিতি সভা সম্পন্ন
মোঃ আরফাতুল ইসলাম সানি চকরিয়া
প্রকাশ: Monday, 25 November, 2024, 3:33 PM
চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড খামার পাড়া বেলাল উদ্দিনের বাড়ি সংলগ্ন পৌরসভা ৬নং ওয়ার্ড পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় পরিচিতি সভায় চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড মহিলাদল সভাপতি শামসুন্নাহারের সভাপতিত্বে ও চকরিয়া পৌরসভা ৬ নং ওয়ার্ড মহিলাদল সাধারণ সম্পাদক মুর্শিদা বেগম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন,চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাহাবুবুল আলম,প্রধান বক্তার বক্তব্যে রাখেন চকরিয়া পৌরসভা মহিলা দল সভাপতি হাসান খানম,বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সভাপতি সাবেক কাউন্সিলরআব্দুচ্ছালাম,চকরিয়া পৌরসভা মহিলা দল সধারণ সম্পাদক ইয়াছমিন জন্নাত বিউটি,চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক এম, সাইফুল ইসলাম (সাইফু),চকরিয়া পৌরসভা মহিলা দল সহ-সভাপতি এডভোকেট ডলি ছিদ্দিকী,মহিলাদল বিএনপি সাংগঠনিক সম্পাদক রাশেদা বেগম,পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি হেলাল উদ্দিন (মুন্সি),পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক জাকারিয়া বাপ্পী,চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, ,চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌরসভা ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি বেলাল উদ্দিন,৬নং ওয়ার্ড কৃষকদল আহবায়ক শাহাদাত উল্লাহ আফজল,পৌরসভা ৬নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি আব্দুর রহিম, পৌরসভা ৬নং ওয়ার্ড সেচ্ছাসেবদল সভাপতি এ.এম শাহেদ ইবনে হোছাইন,পৌরসভা ৬নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি হুমায়ন কবিরসহ ৬নং ওয়ার্ড মহিলাদল বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মহিলা নেত্রীরা বক্তব্যে বলেন দেশ স্বাধীনের তেপ্পান্ন বছরে এদেশে বারবার ক্ষমতার পালাবদল হয়েছে ঠিকই কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ছাত্র -জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার আওয়ামীলীগের পতনের পর মানুষ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল কিন্তু কতিপয় রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভোর হয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি, লুটতরাজ ও মিথ্যা মামলায় সাধারণ মানুষকে হয়রানির মধ্য দিয়ে সেই স্বপ্নকে নস্যাৎ করে দিয়েছে। এমন অবস্থা এ জাতী মুক্তি চায়। চাঁদাবাজী ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতি নিয়ন্ত্রণে অন্তর্ভতিকালীন সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান।