কয়রার মানুষ নদী ভাঙ্গন থেকে বাঁচতে চায়
নতুন সময় প্রতিবেদক
|
খুলনার কয়রা উপজেলার ৪ টি ইউনিয়ন মহারাজ পুর , কয়রা সদর উত্তর বেদকাশি, দক্ষিণ বেদকাশির বেশির ভাগ বেড়িবাঁধ সংস্কারের অভাবে হুমকির মুখে যে কোনো সময় ভেঙে যেতে পারে।২৫ নভেম্বর দুপুরে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের বিনা-পানি জোড়সিং এলাকা ঘুরে দেখা গেছে বেশির ভাগ বেড়িবাঁধ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। স্থানীয় কয়েক জন সাধারণ বাসিন্দা দের সাথে কথা ব'লে জানা গেছে ঘূর্ণিঝড় আইলার জলচ্ছাসে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায়।এরপর থেকে নানান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে আসছে ঐসব এলাকার মানুষ।প্রতিনিয়ত আমরা আতংকে থাকি এই বুঝি বেড়িবাঁধ ভেঙে গেলো। স্থানীয়রা অভিযোগ করে আরও বলেন বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও কাজ হয়নি। আমাদের দাবি একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়া হোক যাতে করে আমরা উপকূল বাসী একটু ভালো ভাবে বেঁচে থাকতে পারি। দক্ষিণ বেদকাশি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম অভিযোগ করে বলেন উত্তর বেদকাশির কিছু অংশ ও দক্ষিণ বেদকাশির মোট ৩৩ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ খুব ধীরগতি তে চলছে আমাদের দাবি আগামী বর্ষা মৌসুম আশার আগে বেড়িবাঁধ টি নির্মাণ করে দেওয়া হোক। ৩৩ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজে ব্যায় ধরা হয়েছে ১৩'শ ৭০ কোটি টাকা। বিষয় টা নিয়ে কথা বলার জন্য একাধিক বার কয়রা উপজেলার নির্বাহী অফিসার ইউ এন ও রুলী বিশ্বাস এর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |