পাথরঘাটায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশ: Monday, 25 November, 2024, 4:23 PM
'বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়' প্রতিপাদ্য নিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী পক্ষের সহযোগিতায় সংকল্প ট্রাস্টের বাস্তবায়নে পাথরঘাটা পৌরশহরে একটি মানবন্ধন করা হয়েছে।
এ সময় তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সংকল্প ট্রাস্টের পরিচালক মনিরুজ্জামান হিরু, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, মিরাজ হোসেন প্রমুখ।
বাংলাদেশে 'নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি' ১৯৯৭ সাল থেকে প্রতিবছর একেকটি নির্দিষ্ট প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করছে। এবারের প্রতিপাদ্য "বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়।"
বক্তারা বলেন, সকল বয়সের, সকল শ্রেণি-পেশার নারীই প্রতিনিয়ত ঘরে-বাইরে, রাস্তা-ঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে, যুদ্ধক্ষেত্রে, দুর্যোগে-দুর্বিপাকে, এমন কি আনন্দানুষ্ঠানেও যৌন নিপীড়ন ও ধর্ষণসহ নানা ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হচ্ছে বা এই আক্রমণের ঝুঁকিতে থাকছে। এটা নতুন কোন বিষয় নয় কিন্তু নারীর উপর এই অপরাধের পুনরাবৃত্তি আমরা আর চাই না, তাই এর বিরুদ্ধে আমরা পুনরায় আওয়াজ তুলছি, যাতে সরকার ও প্রশাসন, বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এবং জনগণ সর্বাধিক গুরুত্ব দিয়ে নারীর উপর সকল ধরনের হয়রানি, নির্যাতন, সহিংসতা, অবিচার প্রতিরোধ ও প্রতিকারে জোরালো ভূমিকা রাখে, কার্যকর উদ্যোগ গ্রহণ করে এবং প্রত্যেক অপরাধীর নিরপেক্ষ বিচার সুনিশ্চিত করে।