ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
সিরাজগঞ্জে আইএইচটি শিক্ষার্থীদের ছয়দফা দাবী
শাকিল আহম্মেদ,সিরাজগঞ্জ
প্রকাশ: Saturday, 23 November, 2024, 1:05 PM

সিরাজগঞ্জে আইএইচটি  শিক্ষার্থীদের ছয়দফা দাবী

সিরাজগঞ্জে আইএইচটি শিক্ষার্থীদের ছয়দফা দাবী

সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএইচটি) মেডিকেলে দেশের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেডসহ ৬ দফা ন্যায্য দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি গান্ধাইল কাজিপুর মেডিকেল প্রাঙ্গনে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজী ও ছাত্র সংগ্রাম পরিষদ আই এইচ টি, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ৬ দফা ন্যায্য দাবীতে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন তৃতীয় বর্ষের ফার্মেসী বিভাগের অপূর্ব ইসলামের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ল্যাবরেটরী বিভাগের মোঃ আল-আমিন, ফার্মেসী বিভাগের মাহিম আল হাসান, ল্যাবরেটরী বিভাগের মিলন সরকার, আল রাফি, জুবায়ের, ও ষষ্ঠ তম, ব্যাচের ছাত্রী শোভা, ও সপ্তম ব্যাচের ছাত্রী শরিফা, বিথী, প্রমুখ,

এ বিষয়ে শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অধ্যক্ষ ডাঃ জুবায়দা মেহের নাজ বলেন, সারাদেশে এ আন্দোলন চলছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাটডাউন করে রেখেছে। এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাকে জানিয়েছি। বিষয়টি তারা দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

বক্তারা বলেন, আমাদের ছয় দফা দাবি মেনে না নেয়ার কারণে নানা ভাবে বৈষম্যের শিকার হচ্ছি। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা আমাদের লেখাপড়া নিয়ে চরম দুশ্চিন্তা ও হতাশার মধ্যে সময় পার করছি। আমাদের সমস্য সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এবং দাবি না মানলে আরো কঠিন কর্মসূচি পালন সহ আমরণ অনশন কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status