‘বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি’র সাথে জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মতবিনিময়
নতুন সময় ডেস্ক
|
সৃজনশীল গ্রন্থ প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি’র প্রতিনিধিদল গত ১৮ নভেম্বর ২০২৪, সোমবার জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সালমা মমতাজ এবং অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাদের সাথে আগারগাঁওস্থিত কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করে। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ, মানুষের পাঠ্যাভ্যাস তৈরি, বইকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ইতিহাস সচেতন প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ বই ও দলিলপত্রের সংরক্ষণ, বই প্রকাশনার মানোন্নয়নে জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমে প্রকাশক সমাজের পক্ষ থেকে এর কার্যক্রমে সম্পৃক্ততা এবং সহযোগিতার ব্যাপারেও আলোচনা করা হয়। আলোচনার উল্লেখিত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো স্হান পায়। • জাতীয় আর্কাইভে প্রকাশকদের নিয়মিত বই জমা দেওয়া প্রক্রিয়া সহজীকরণ। • জাতীয় গ্রন্থাগার চত্বরে বইমেলা আয়োজন করা। • আইএসবিএন এর প্রক্রিয়া সহজীকরণ এবং সঠিক ব্যবহার নিশ্চিতকরণ। • অধিদপ্তরের বই ক্রয় সংক্রান্ত বাজেট বৃদ্ধি। • প্রকাশক ও লেখকদের সাথে যৌথভাবে বিভিন্ন ওয়ার্কশপ আয়োজন। • ক্যাটালগিং ইন পাবলিকেশন্স (CIP) বরাদ্দকরণ প্রভৃতি। সভায় বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইকবাল হোসেন সানু (লাবনী প্রকাশনী), সাধারণ সম্পাদক মোঃ গফুর হোসেন (রিদম প্রকাশনা সংস্থা), মাশফিক উল্লাহ তন্ময় (স্টুডেন্ট ওয়েজ), আবু বকর সিদ্দিক রাজু (স্বরে-অ), রাজ্জাক রুবেল (গ্রন্থিক), মোঃ সায়ফুল্লাহ খান (নূর কাসেম পাবলিশার্স), আয়েশা আকতার লিয়া (একুশে বাংলা প্রকাশন), মোঃ আইনুল হোসেন (এএইচ ডেভলপমেন্ট পাবলিশিং হাউজ), জাভেদ ইমন মজুমদার (মুক্তদেশ প্রকাশন),মোঃ মোফাজ্জল হোসেন বাদল ( নলেজ ভিউ), মোঃ ফজলুর রহমান (সাহিত্য বিকাশ) মোঃ মাহবুবুর রহমান সুমন( ইলমা পাবলিকেশন্স), পরিচালক(আরকাইভস) মোঃ আব্দুর রশিদ, পরিচালক(লাইব্রেরী) আরিফুল হক এবং উপপরিচালক (লাইব্রেরী)মোঃ জামাল উদ্দিন প্রমূখ। দেশের প্রকাশনা শিল্পের অগ্রযাত্রায় জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর ও 'বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি' পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |