কারারুদ্ধ সহযোদ্ধাদের প্রতি
আবদুল হাই শিকদার
|
ফ্যাসিবাদ তোমাদের কারারুদ্ধ করে অট্টহাসি হাসে তাদের বিটকেল দাঁতে রক্তের প্রলেপ তাদের হিংস্র নখে মানুষের রক্ত তাদের ভাগাড়ী ভাবনায় কেবল সিংহাসন মানুষের লাশের পাহাড়ের উপর একটিমাত্র দেবতা একটি মনস্টার আর আমরা গৌরবে অশ্রুসিক্ত হই কষ্টকে কনকে পরিণত করার তোমাদের আশ্চর্য ক্ষমতা দেখে শপথে দীপ্ত হই তোমাদের সাহসের স্বরলিপি পাঠ করে ভোরের দোয়েল তাদের চৌদ্ধগুষ্টি তুলে প্রতিদিন গালাগাল দেয় ফ্যাসিবাদ নিপাত যাক আমাদের জাতীয় সৌধ গর্জন করে সমুদ্রের জন্য ফ্যাসিবাদ ধ্বংস হোক আমাদের নদীগুলো ঘাটে ঘাটে উগড়ে দেয় ঘৃণা ফ্যাসিবাদ খতম কর ফ্যাসিবাদের লাঠিয়ালরা ভোরের বাতাসকে কারারুদ্ধ করতে পারে না তাদের মামলা দোয়েলের কণ্ঠ স্তব্ধ করতে পারে না তাদের বুলডোজার পারে না জাতীয় সৌধকে গুড়িয়ে দিতে — আর তাদের তাড়া করে ভয়ানক দু:স্বপ্ন আর তোমাদের জন্য অপেক্ষা করছে রাত পোহাবার আজান সন্ধ্যার শঙ্খ ধ্বনি গির্জার ঘন্টা প্যাগোডার দরোজা তোমাদের জন্য পথ চেয়ে আছে নকশী কাঁথার মতো দেশ রাজপথে পথে সূর্যমুখির মতো ফুটে আছে সহযোদ্ধারা আর বেগম রোকেয়ার উত্তরসূরিরা বলছে আমাদের প্রিয়তমদের প্রতি ফোঁটা রক্ত অঙ্গে জড়িয়ে আসছে বসন্তে আমরা শস্যবতী হবো আর কারাগারের দেয়ালে দেয়ালে তোমরা লিখে রাখো তাদের নাম — যারা তোমার ভাইদের খুনে রাঙিয়েছে লালসার জিহ্বা গুম করেছে আমাদের বহুবর্ণিল স্বপ্নগুলোকে লিখে রাখো তাদের নাম যারা তোমাদের বসতবাটি লুণ্ঠন করে আবার তোমাদেরকেই করেছে অজস্র মামলার আসামী যারা তোমাদের উপর চাঁদমারি করেছে চালিয়েছে রক্তহিম করা নির্যাতন লিখে রাখো তাদের নাম যারা অসত্য জেনেও কর্তার কীর্তনে তোমাদের দিয়েছে দন্ড লিখে রাখো তাদের নাম লিখে রাখো ফ্যাসিবাদের ষাড়গুলোর নাম লিখে রাখো তাদের প্রজনন কেন্দ্রগুলোর নাম লিখে রাখো অববাহিকার জনপদে জনপদে কারা ছড়িয়েছে বিষবৃক্ষের বীজ কারা প্রত্যাশার গরম ভাতের থালায় ঢেলে দিয়েছে ইতর কাঁকর লিখে রাখো অবিরাম লিখে রাখো ঘাতকদের নাম নির্বিরাম লিখে রাখো দু:শাসনের হৃৎপিন্ড — যাতে আমরা নির্ভুলভাবে পরবর্তী কর্তব্যগুলো সম্পন্ন করতে পারি আমাদের মায়ের জায়নামাজের মতো বিছিয়ে থাকা এই বদ্বীপের ঘরে ঘরে বাতাস পৌঁছে দিচ্ছে বার্তা “ মুসাফির জাগো নিশি আর নাই বাকি “ — ফ্যাসিবাদের বরকন্দাজরা বাতাসকে কারারুদ্ধ করতে পারে না তাদের তাড়া করছে পাপাতঙ্কের বিভীষিকা ২৩ সেপ্টেম্বর ২০২৩
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |