ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
ঘূর্ণিঝড় ‘দানা’ কী প্রভাব ফেলল ঢাকার বাতাসে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 October, 2024, 11:43 AM

ঘূর্ণিঝড় ‘দানা’ কী প্রভাব ফেলল ঢাকার বাতাসে?

ঘূর্ণিঝড় ‘দানা’ কী প্রভাব ফেলল ঢাকার বাতাসে?

প্রায় প্রতিদিনই বিশ্বের বড় বড় শহরের বায়ুদূষণ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ নানা কারণে বায়ুদূষণের এ মাত্রা বাড়ছে। মেগাসিটি ঢাকার বায়ুদূষণও প্রতিদিন বেড়েই চলেছে। তবে মাঝে মধ্যে ঝড়বৃষ্টি হলে শহরটির বায়ুমানের কিছুটা উন্নতি হয়। তেমনি ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঢাকার বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বায়দূষণে শীর্ষ ২০টি শহরের মধ্যে নেই ঢাকা। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ৮২ স্কোর নিয়ে তালিকায় ঢাকা রয়েছে ২৩ নম্বরে। ঢাকার বাতাসের মান আজ মাঝারি হিসেবে বিবেচিত হচ্ছে। আর ২৬৯ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। আজ দিল্লির বাতাস জনস্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর।

 
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থান রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২০৫; আর ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং; এছাড়া ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা এবং ১৬২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে থাকে।

লাহোরের বাতাস আজ খুবই ঝুঁকিপূর্ণ। এ বায়ু সেবন যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। বায়ুদূষণের যে অবস্থা সেখান থেকে সুরক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এরমধ্যে আছে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা, খোলা স্থানে ব্যায়াম না করা এবং জানালা বন্ধ করে রাখা।
 
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
 
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status