শেরপুরে কবিরাজের গলিত লাশ উদ্ধার
মেহেদী হাসান শামীম,শেরপুর
|
শেরপুরে পাঁচদিন পর এরশাদ মিয়া (৪০) নামে এক কবিরাজের গলিত লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। ২১ অক্টোবর সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের মধ্য সাতপাকিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে বস্তায় মাটিচাপা দিয়ে রাখা অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। এরশাদ মিয়া সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের জনৈক হাক্কু শেখের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাজিরচর গ্রামের বাসিন্দা এরশাদ মিয়া পেশায় একজন কবিরাজ ছিল। গত ১৭ অক্টোবর সে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি। এদিকে বাড়ির লোকজন এরশাদ মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করে তা বন্ধ পান। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ১৯ অক্টোবর পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি জিডি করা হয়। সোমবার সকালে সাতপাকিয়া গ্রামের মানুষ ব্রহ্মপুত্র নদে মাছ শিকার করতে যায়। এসময় নদের পারে মাটি চাপা দেয়া একটি বস্তা থেকে দুগন্ধ ছড়াচ্ছে এবং ওই বস্তার কাছে গিয়ে দেখে মানুষের মাথা। পরে সদর থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে কবিরাজ পুলিশ ধারণা করছে দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে ওই স্থানে মাটি চাপা দিয়ে রেখে গেছে। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, এরশাদ মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রেখেছেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |