ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
দেশের পরিবর্তন চায়, কিন্তু নিজেকে পরিবর্তনে নারাজ: ইয়াকুব আলী
শামীম শেখ
প্রকাশ: Friday, 18 October, 2024, 10:21 PM

দেশের পরিবর্তন চায়, কিন্তু নিজেকে পরিবর্তনে নারাজ: ইয়াকুব আলী

দেশের পরিবর্তন চায়, কিন্তু নিজেকে পরিবর্তনে নারাজ: ইয়াকুব আলী

আমরা পরিবর্তন চাই, উন্নতি চাই, সামনে এগিয়ে যেতে চাই, শান্তি ও নিরাপদ রাষ্ট্র চাই, কল্যাণমুখী সরকারও চাই। কিন্তু নিজেরা যদি নিজেদের অবস্থা পরিবর্তন না করি তবে তা হবে আকাশ-কুসুম কল্পনার নামান্তর, নতুন সময়কে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন ঈশ্বরদী নাগরিক পরিষদের কার্যকরি সভাপতি ও মানবাধিকারকর্মী মোঃ ইয়াকুব আলী সাগর। সাক্ষাৎকারটি পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো। 

নতুন সময়: গণঅভ্যুত্থানের পরবর্তী কেমন বাংলাদেশ চায়?

ইয়াকুব আলী সাগর: ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে যে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে এখানে শুধু মাত্র ক্রেডিট এই তরুণ প্রজন্মের। এখানে অন্য কারো ক্রেডিট নেয়ার সুযোগ নেই। কিন্তু গত কয়েক দিনে সমগ্র বাংলাদেশ জুড়ে যে প্রতিশোধের রাজনীতি চলছে সেটা ২০২৪ সালের নতুন স্বাধীনতার সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। তাই  হিংসাত্মক তৎপরতা বন্ধ করতে হবে। ক্ষমা করতে শিখতে হবে। আমরা সবাই বাংলাদেশের পরিবর্তন চাই কিন্তু নিজের পরিবর্তন করতে নারাজ। ক্ষমতার রাজনীতি নয় বরং কল্যাণের রাজনীতি দেখতে চাই। রাতে ভোটচুরি করে আর দিনের বেলায় ভোট সুষ্ঠু হয়েছে এই মর্মে বক্তব্য শুনতে চাই না আর। গণমাধ্যমে জেনেছি গত নির্বাচনে না কি মৃত মানুষও ভোট দিয়েছে যা হাস্যকর ব্যাপার, এক্ষেত্রে আইনের স্বাধীনতা জরুরি। যে অনিয়ম করবে তাকেই জবাবদিহিতার আওতায় আনতে হবে।  দেশে পুলিশের সাথে সাধারণ নাগরিকের অনেক বেশি দূরত্ব তৈরি হয়েছে। খুব দ্রুতই পুলিশের কিছু সংশোধন করে আস্থার যায়গায় ফিরিয়ে আনতে হবে।

নতুন সময়: সংস্কারের দাবির প্রেক্ষিতে অন্তর্র্বতী সরকার কতটুকু অগ্রসর হতে পারবে বলে আপনি মনে করেন?

ইয়াকুব আলী সাগর: এই মুহূর্তে অন্তর্র্বতীকালীন সরকারকে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট দিতে হবে। বিরোধীদলে যারা ছিল তাদের একটা বড় অংশ কিন্তু নির্যাতনের শিকার তারা বাড়িতে থাকতে পারে নাই এবং জেলে ছিল। তবে তাদের উচিত হবে এই সরকারকে সময় দেয়া ও গাইড দেয়া। তারা যাতে সঠিকভাবে দেশকে পরিচালনা করতে পারে । তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পেলে সংস্কার করাটা অন্তর্র্বতী সরকারের জন্য দুর্বিষহ ব্যাপার হয়ে পড়বে।

নতুন সময়: রাজনৈতিক দলগুলো থেকে নির্বাচনের দাবি উঠেছে, অন্তর্র্বতী সরকারকে কী সময় দেয়া উচিত? 

ইয়াকুব আলী সাগর: অবশ্যই অন্তবর্তীকালীন সরকারকে সময় দেয়া উচিত, কারণ গত ১৭ বছরে সমাজে এমনভাবে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে, যা অল্প সময়ে সংস্কার করা দুর্বিষহ ব্যাপার। যথার্থভাবে প্রত্যেকটা সেক্টর সংস্কার না করে নির্বাচন দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, পূর্বে যা হয়েছে তাই হবে। পূর্বের নির্বাচন গুলো আমরা স্বচক্ষে দেখেছি মানুষ তার ন্যায্য ভোট দিতে পারে নাই, যদি সংস্কারের পূর্বে নির্বাচন দেয়া হয় তাহলে এবারও ঠিক একই ঘটনা ঘটবে। 

নতুন সময়: বিগত সরকারের আমলে অনিয়মগুলো বলুন এবং আপনি কী ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছেন?

ইয়াকুব আলী সাগর: বিগত সরকারের আমলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানেই যে কাজে যায় না কেন সব জায়গায় অর্থের একটা ব্যাপার চলে আসতো। ঘুষ ছাড়া কোন কাজই করা যেত না। সাধারণ একটা জন্ম নিবন্ধন করতে গেলেও  টাকা দেয়া লাগে, থানায় সাধারণ ডায়রি  টাকা ছাড়া হয় না। টাকা না দিলে কাজে গাফিলতি বা বিভিন্ন ধরনের তালবাহানা শুরু হয়।

নতুন সময়: গত ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর  দেশব্যাপী যে  সহিংসতা হয়েছে এর পিছনে কী কারণ আছে বলে আপনি মনে করেন?

ইয়াকুব আলী সাগর: ৫ আগস্টের পরে যে সহিংসতা ঘটেছে তা অবশ্যই ভালো কিছু নয়। কিছু অতি উৎসাহী জনতা এবং দুষ্কৃতিকারীরা এ সুযোগকে কাজে লাগিয়েছে কারণ তখন প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। তবে প্রশাসনকে আরো বেশি কঠোর হতে হবে যাতে এ ধরনের অপ্রিতিকর ঘটনা আর না ঘটে।

নতুন সময়: ছাত্র জনতার উদ্দেশে কিছু বলুন?

ইয়াকুব আলী সাগর: আমি ছাত্র জনতাকে শ্রদ্ধা জানাই তাদের এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় লেখা থাকবে। তারা এই জাতিকে স্বৈরাচার থেকে মুক্ত করেছে। এখন  সুন্দর একটা দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে সকলকে এগিয়ে আসতে হবে এবং সব ধরনের সহিংসতা ও হিংসাত্মক রাজনীতি পরিহার করতে হবে।

নতুন সময়: ধন্যবাদ আপনাকে।

ইয়াকুব আলী সাগর: নতুন সময়কেও ধন্যবাদ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status