ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
গাজীপুরে ২২দোকান ও ১৩ বসতঘর পুরে বশ্মিভূত
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 17 October, 2024, 4:27 PM

গাজীপুরে ২২দোকান ও ১৩ বসতঘর পুরে বশ্মিভূত

গাজীপুরে ২২দোকান ও ১৩ বসতঘর পুরে বশ্মিভূত

গাজীপুরের কোনাবাড়ী ও শ্রীপুরে আগুনে পুড়ে ২২ দোকান ও ১৩ বসতঘর বশ্মিভূত হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

গাজীপুরের কোনাবাড়ীতে একটি আড়তের ২২টি দোকান আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭অক্টোবর) ভোর ৬টায় কোনাবাড়ীর বাইমাইল এলাকায় গণি মিয়ার আড়তে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল সারে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী বাইমাইল এলাকায় গণি মিয়ার আড়তে আগুনে ২২টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তে জানা যাবে। তবে স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অপরদিকে, একইদিন ভোর ৪টায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড এলাকার একটি বাড়ির ভাড়া দেওয়া ১৩টি বসত ঘর আগুনে পুড়ে বশ্মিভূত হয়েছে। মাওনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক কবির হোসেন সরকার স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যে আগুন ওই ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবী করেন মালিক।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনচার্জ মাহমুদুল হাসান নতুন সময়কে বলেন, এ ঘটনায় ১৩টি বসতঘর পুড়েছে। স্থানীয়দের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ারসার্ভিস। ফায়ার স্টেশনের ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status