লাকসাম সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আহবায়ক কমিটি গঠন
নতুন সময় প্রতিনিধি
|
কুমিল্লা জেলার লাকসাম উপজেলা সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ১১ অক্টোবর লাকসাম বাইপাস সুরক্ষা সিটিতে সংগঠনের এক জরুরি সভায় মোহাম্মদ নূরে আলম মানিককে আহবায়ক, মোহাম্মদ আবুল হোসেন মিলন, মোঃ গোলাম ফারুক, মীর মোহাম্মদ আবু বাকার সিদ্দিক, মোহাম্মদ উল্লাহ, সাখাওয়াত হোসেন সাখন,রেজাউল করিম রতনকে যুগ্ম আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত জরুরী সভায় মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, লাকসাম একটি জনবহুল জনপদ। এই অঞ্চলের লাখ লাখ লোক প্রতিদিন সিএনজি অটোরিকশায় যাতায়াত করেন। মালিক, শ্রমিক এবং যাত্রী সাধারণের স্বার্থে বৃহত্তর লাকসামের সিএনজি অটো রিকশার সার্ভিসগুলো স্ট্যান্ড ভিত্তিক স্ব স্ব মালিক এবং শ্রমিকদের সমন্বয়ে স্ট্যান্ড পরিচালনা কমিটি গঠন করা হবে। যাতে বৃহত্তর লাকসামে জনসাধারণের চলাচলে যাত্রীদের যাতায়াত কিলোমিটার অনুপাতে ভাড়া নির্ধারণ করা হবে। সংগঠনে সুশৃঙ্খল কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে এ আহবায়ক কমিটির সদস্যরা কাজ করে যাবে। এ সময় উপস্হিত ছিলেন,সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক মোঃ আব্দুস ছালাম, মোঃ শাহ আলম, জাহাঙ্গীর আলম প্রমূখ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত সকলকে লাকসাম উপজেলা সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে টি-শার্ট উপহার দেয়া হয়।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |