মাধবপুরে ছিনতাইয়ের চব্বিশ ঘন্টার মধ্যে অটোরিকশাসহ ছিনতাইকারী গ্রেফতার
আনিসুর রহমান, মাধবপুর
|
হবিগঞ্জের মাধবপুরে ছিনতাইয়ের চব্বিশ ঘন্টার মধ্যেই সিএনজি অটোরিকশাসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে মাধবপুর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ মো: কাইয়ুম হোসেন বাবু (২১) নামে এক যুবককে গ্রেফতার করেন। সে পরমানন্দপুর গ্রামের সিরাজুল ইসলাম এর পুত্র। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে মুখোশপরা তিন ছিনতাইকারী ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের গোয়াসনগর ব্রীজের নিকট সিএনজি অটোরিকশা চালক নূরুল ইসলাম সুজন এর হাত পা ও মুখ বেধে মারধর করে ব্রীজের নিচে ফেলে সিএনজি অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। রাত আড়াইটার দিকে মাধবপুর থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে এসে গোংরানির শব্দ শুনে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ খবর নিয়ে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ছিনতাইকারীদের একজন মো: কাইয়ুম হোসেন বাবু'র পরমানন্দপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার করেন। ছিনতাইয়ের সাথে জড়িত অপর দুই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |