মাদক ব্যবসায় বাঁধা ও এলাকাবাসীকে অত্যাচারের প্রতিবাদ করায়
ছাত্রদল নেতা সুলতান মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শরীফ হোসেন,রূপগঞ্জ
|
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাঁধা ও এলাকাবাসীর উপর অত্যাচারের প্রতিবাদ করায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুলতান মাহমুদের বিরুদ্ধে অপপ্রচার চালানো প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সুলতান মাহমুদ এ সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের আবু মোঃ মাসুম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আহমেদ, মেহেদী হাসান রিপন, আল-আমিন, মুড়াপাড়া কলেজের ছাত্রদলের সদস্য সচিব আকিব হাসান প্রমূখ। এসময় সুলতান মাহমুদ অভিযোগ করে বলেন, আমি জেলা ছাত্রদলের সহ-সভাপতি। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সর্বোচ্চ রাজনৈতিক মামলা খেয়েছি। দাউদুর ইউনিয়নের সেচ্ছাসেবক লীগ নেতা মোতালিব মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার নামে রূপগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলে মোতালিব এলাকায় বেপরোয়াভাবে মাদক ব্যবসা ও সাধারণ মানুষের উপর অত্যচার চালিয়েছেন। সরকারের পতনের পরও মোতালিব এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য ধরে রাখতে তার বাহিনী দিয়ে এলাকাবাসীর উপর হামলা ও তান্ডব চালায়। গত ৮ ই অক্টোবর মোতালিব ও তার বাহিনীর সঙ্গে এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মোতালিব, তার বাহিনীর সদস্য ও একটি মহল আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপ-প্রচার চালাচ্ছে। আমরা ছাত্রদল মোতালিব ও তার সহযোগীদের শাস্তি দাবি করছি।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |