ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
কুড়িগ্রামের সকল সড়ক, ব্রিজ, কালভার্ট মানুষের মরণ ফাঁদে পরিণত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 10 October, 2024, 3:44 PM

কুড়িগ্রামের সকল সড়ক, ব্রিজ, কালভার্ট মানুষের মরণ ফাঁদে পরিণত

কুড়িগ্রামের সকল সড়ক, ব্রিজ, কালভার্ট মানুষের মরণ ফাঁদে পরিণত

উন্নয়নের নামে ভুয়া টেন্ডার প্রক্রিয়ায় কুড়িগ্রামের প্রায় সকল এলাকার সকল সড়ক, ব্রিজ, কালভার্ট মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে। সঙস্কার ও নতুন সড়ক নির্মাণে ঠিকদারী প্রতিষ্ঠান ও তদারকি প্রতিষ্ঠানের যৌথ দূর্নীতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।

কুড়িগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বিশেষ করে জেলা শহর থেকে উপজেলা শহরগুলোতে যাওয়ার প্রধান সড়ক, বাইপাস সড়ক এবং একইসাথে গলিপথ সড়ক ও ব্রিজ, কালভার্ট নির্মাণে বিগত সময়ে ব্যাপক দূর্নীতি ও অনিয়ম করায় বর্তামান ওই সড়ক, ব্রিজ, কালভার্টগুলো যাতায়তের অনুপযোগী হওয়ায় মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে। 

কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র ঘোষপাড়া থেকে সদর হাসপাতাল, জিয়া বাজার হয়ে সোজা ধরলাব্রিজ, অপরদিকে পৌরসভার সামন দিয়ে ধরলা ব্রিজ, কলেজ মোড় থেকে পুরাতন রেলস্টেশনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশিরভাগ সড়কগুলো নির্মাণ ও সঙস্কারের ছয় মাস না যেতেই ভেঙেচুরে শেষ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছে যাত্রীসাধারণ ও বিভিন্ন যানবাহন,

পৌরসভার সামন দিয়ে সুজার মোড় যাওয়ার পথে রিস্কা চালক আব্বাস আলি জানায়, এটা কোন কথা, এই রাস্তাটি ঠিক করার এ্যালাও ছয় মাসও হয় নাই তাতেই শ্যাষ, ও প্যাকে হাসপাতাল যাওয়ার রাস্তা দিয়ে যাওয়ায় যায় না, চোরগুল্যা এউগল্যা রাস্তা বানাইছে। ভুয়া ঠিকাদার, ভুয়া ইন্জিনিয়ার ওউগল্যার কমড়োত দড়ি নাগা খাইল হয়। এপ্যাকে রাস্তা কাটি কাইও- কাইও বাড়ির গোসলখানা ও পায়খানার পাইপলাইন ড্রেনের মধ্যে সংযোগ দিছে। রাস্তা দিয়া যাওয়ায় যায় না। এউগল্যা দেখার কাইও নাই।

এছাড়া কুড়িগ্রাম শহরের দাদামোড় থেকে বাইপাস সড়ক মোগলবাসা  গোড়াই, মন্ডলের হাট, বুড়াবুড়ি, রাণীগঞ্জ ইউনিয়ন হয়ে চিলমারী উপজেলা যাওয়ার ব্যস্তময় সড়কটি

যাতায়তের একদম অনুপযোগী হয়ে গেছে। ওই সড়কে মোগলবাসা ইউনিয়নের সাতকুড়ার পাড় বাজার সংলগ্ন ব্রিজের উত্তর পাশে ব্রিজ সংযোগ রাস্তাটি বৃষ্টির ঢল এবং স্রোতের আঘাতে বিলিনের পথে। এই মহুর্ত্বে ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন সময় মানুষ ও যানবাহন চলাচল একেবারে বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকার স্থানীয়রা জানায়, ব্রিজ ও সড়কটি নির্মাণ- সঙস্কারের সময় ব্যাপক দূর্নীতি করা হয়েছে। যার কারণে আজ এই অবস্থা।

নাগেশ্বরী, ফুলবাড়ী, ভুরুঙ্গামারী ও রাজারহাট উপজেলার সড়কগুলোরও ঠিক একই অবস্থা বলে নতুন সময় প্রতিনিধিরা জানিয়েছে।

ভুক্তভোগী সাধারণ যাত্রী ও বিভিন্ন যানবাহনের মালিক স্থানীয় সাধারণ মানুষজনের সাফ কথা দূর্নীতিবাজ ঠিকাদারি প্রতিষ্ঠান গুলোকে কালো তালিকা ভুক্ত করা হোক, তারা যেন আর কোন সরকারি কাজ না পায়, নতুন সরকারের কাছে সেই দাবীর পাশাপাশি সরকারি উন্নয়ন কাজে তদারকি প্রতিষ্ঠানের ইন্জিনিয়ার, এসওদের জবাবদিহিতার আওতায় এনে উন্নয়নের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জোরদাবি জানান তারা।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status