কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 10 October, 2024, 4:07 PM
আপনার চোখকে ভালোবাসুন, শিশুর চোখের যত্ন নিন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৪ উপলক্ষে আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাইট সেভাস এর সহযোগিতায় এবং সিভিল সার্জন অফিস কুড়িগ্রাম ও মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর এর আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা একিভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় সিভিল সার্জন অফিস কুড়িগ্রাম চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে চিকিৎসক ,নার্স , এনজিও প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। পরে সিভিল সার্জন অফিস কুড়িগ্রাম এর কনফারেন্স রুমে বিশ্ব দৃষ্টি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন জুনিয়র কনসালটেন্ট ডাক্তার সাদেকুর রহমান, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজার রহমান, প্রধান সহকারি সফিয়ার রহমান, দৈনিক নতুন সময় কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আহম্মেদুল কবির, দৃষ্টির অন্তরালে পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম, নার্সিং সুপারভাইজার মোছাম্মৎ জুলেখা খাতুন, মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাসিমুল হাসান, সহকারী প্রোগ্রাম কোঅর্ডিনেটর অরবিন্দু রায়, অর্গানাইজার এনামুল হক, মুস্তাফিজার রহমান, ডিএসবির প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিবৃন্দ প্রমূখ।