ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
বৌ সাজে স্পোর্টস বাইক চালাচ্ছেন যুবতী, হাঁ করে দেখলেন মানুষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 October, 2024, 3:29 PM

বৌ সাজে স্পোর্টস বাইক চালাচ্ছেন যুবতী, হাঁ করে দেখলেন মানুষ

বৌ সাজে স্পোর্টস বাইক চালাচ্ছেন যুবতী, হাঁ করে দেখলেন মানুষ

বিয়ের মাধ্যমে জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়। তাই বেশিরভাগ মানুষেরই বিয়ের মতো বিশেষ দিনটি নিয়ে নানা প্ল্যানিং থাকে। এই দিনটি স্মরণীয় করে তুলতে নানা উপায়ও বেছে নেন কেউ কেউ। কোথাও বিশেষ কোনও গানের সঙ্গে নাচতে নাচতে ছাদনাতলায় এন্ট্রি হয় বরের। আবার কোথাও মস্ত বড় সারপ্রাইজ তোলা থাকে কনের জন্য। বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে এমন নানা ছবিই আমাদের চোখে পড়ে। এ বার বিয়ের সাজে এক যুবতীকে স্পোর্টস বাইক চালাতে দেখা গেল রাস্তায়। সেই ভিডিয়োই ভাইরাল হলো ইন্টারনেটে।

সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে টুবা পাশা নামের অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে, লাল রঙের লেহেঙ্গা পরেছেন এক যুবতী। মাথায় ওড়নাও রয়েছে। কান, গলা এবং নাকে ভারী গয়না। দেখে একেবারে হবু কনে মনে হচ্ছে। এই বেশেই স্পোর্টস বাইকে চেপে বসেছেন তিনি। রাস্তায় দ্রুত গতিতে সেই বাইক চালাচ্ছেনও তিনি।

বধূ বেশে যুবতীর স্পোর্টস বাইক চালানো দেখে হতবাক হয়ে যান অনেকে। আবার চলন্ত গাড়ি থেকেই অনেকেই যুবতীর ভিডিয়ো করতে থাকেন ফোনে। যুবতীর এমন দক্ষতার প্রশংসাও করেছেন। এই দিকে নিজের মতোই কনে বেশে বাইক চালাতে থাকেন ওই যুবতী। সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই বহু মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন।

পাঁচ দিন আগেই ভিডিয়োটি পোস্ট করা হয়। এখনও পর্যন্ত পর্যন্ত লক্ষ লক্ষ ভিউস কুড়িয়ে নিয়েছে। লাইক পড়েছে সাড়ে ৫ লক্ষের কাছাকাছি। আর মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে কমেন্ট সেকশন জুড়ে। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, 'বাহ দিদি! মন ভরে গেল। ওই ছেলেদের দেখুন কী ভাবে তাঁরা আপনার দিকে তাকিয়ে রয়েছেন'। এরকম অনেকেই যুবতীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, তিনি কি আদৌ হবু কনে নাকি কেবল ভিডিয়ো করার জন্যই এই ভাব সেজেছেন। এই মর্মে একজন লিখেছেন, 'আমি ভাবছি তিনি কি সত্যি বিয়ে করছেন নাকি কেবল এই স্টাইলটাকে উদযাপন করছেন'।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status