ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৬ অগ্রহায়ণ ১৪৩১
ফের বিয়ে করলেন সানি লিওন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 November, 2024, 11:55 AM

ফের বিয়ে করলেন সানি লিওন

ফের বিয়ে করলেন সানি লিওন

আবারও বিয়ে করলেন বলিউড মডেল-অভিনেত্রী সানি লিওন৷ দীর্ঘ ১৩ বছর ধরে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সংসার করছেন অভিনেত্রী। তাদের নিশা, নোয়া ও আশের নামের তিন সন্তান রয়েছে। স্বামী-সন্তানদের নিয়ে বেশ সুখেই দিন পার করছেন সানি।

এসবের মাঝেই তিন সন্তানকে সাক্ষী রেখে ফের বিয়ে করলেন তিনি। গত ৩১ অক্টোবর মলদ্বীপে ইন্টিমেট সেরেমনিতে দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তারা। তবে পাত্র অন্য কেউ নন৷ ড্যানিয়েলকেই আরও একবার বিয়ে করলেন এই অভিনেত্রী।

কাজের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব সানি। মাঝে মধ্যেই সেখানে সুখী দাম্পত্যের জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন তিনি। এবারও তার বিয়ের ছবি শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে৷

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সানি-ড্যানিয়েল দুজনেই চাচ্ছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। মূলত সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমন উদ্যোগ তাদের। তাই প্রথম বিয়ের ১৩ বছর পর আবারও বিয়ে করলেন সানি-ড্যানিয়েল। মালদ্বীপের সৈকতে বসেছিল তাদের বিয়ে আসর।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না সানি। বহু বছর আগেই পর্ন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী। কিন্তু তিনি নিজেকে গুটিয়ে নিলেও ঘুরে ফিরে এখনও তাকে নিয়ে নানান সমালোচনায় মেতে ওঠে নেটিজেনরা। তা নিয়ে নিজের মনের দুঃখ কিংবা আফসোসের কথা বহুবার সাক্ষাৎকারে বলেছেন সানি।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status