খুলনা বিভাগে ৪৫৬২ পূজামন্ডপে নিরাপত্তায় ২৯৩১২ আনসার-ভিডিপি
নতুন সময় প্রতিনিধি
|
খুলনা বিভাগের ১০ টি জেলার ৪৫৬২ টি পূজামন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৯৩০৬ জন আনসার ও ভিডিপি সদস্য ৮ অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত মোতায়েন করা হয়েছে। অধিক গুরত্বপূর্ণ পূজা মন্ডপে ৮ জন গুরত্বপূর্ণ ও সাধারণ পূজামন্ডপে ৬ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ কার্যালয়ে সকাল ১০ ঘটিকায় শারদীয় দূর্গাপূজা-২০২৪ উপলক্ষে আইন-শৃঙ্খলায় দায়িত্বপালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী বলেন, হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপূজা নিরাপদে উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশ মোতাবেক খুলনা রেঞ্জের প্রতিটি পূজা মন্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার সহিত দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী হীন স্বার্থকে চরিতার্থ করার জন্যই অনেক সময় ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক আঘাত হানতে পারে। সে ক্ষেত্রে দূর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করতে হবে। ইতিপূর্বে আমরা যেভাবে সকল রাষ্ট্রীয় দায়িত্ব সঠিকভাবে পালন করেছি এবার দূর্গাপূজায় আরো নিষ্ঠার সহিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট, খুলনা মোঃ মিনহাজ আরিফিন । খুলনা জেলায় ৮৬০ টি পূজামন্ডপে ৫৫৮৪ জন, বাগরেহাট জেলায় ৫৯৭ টি পূজামন্ডপে ৩৮৮৮ জন, সাতক্ষীরা জেলায় ৫৫০ টি পূজামন্ডপে ৩৪৯৬ জন, যশোর জেলায় ৬৫৩ টি পূজামন্ডপে ৪২১২ জন, ঝিনাইদহ জেলায় ৪৩৮ টি পূজামণ্ডপে ২৭৬৪ জন, মাগুরা জেলায় ৫৬২ টি পূজামন্ডপে ৩৪৯৬ জন, নড়াইল জেলায় ৫৩৪ টি পূজামন্ডপে ৩৪৫০ জন, কুষ্টিয়া জেলায় ২২৬ টি পূজামন্ডপে ১৫১৬ জন, চুয়াডাংগা জেলায় ১০৪ টি পূজামন্ডপে ৬৬৪ জন, মেহেরপুর জেলায় ৩৮ টি পূজামন্ডপে ২৪২ জনসহ মোট ২৯৩১২ জন আনসার ও ভিডিপি বাহিনীর সদস্য-সদস্যা পূজামন্ডপের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবেন। তিনি বলেন, খুলনা বিভাগের প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল জেলা কমান্ড্যান্টগণের সাথে দুর্গাপূজা মন্ডপের নিরাপত্তা বিষয়ে সার্বক্ষনিক সমন্বয় করছেন। খুলনা রেঞ্জের ৪ টি আনসার ব্যাটালিয়নের ৭২ জন ব্যাটালিয়ন আনসার ১২ টি টিমে প্রতি টিমে ০৬ জন বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স হিসেবে ০৬ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ হতে ১৩ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত পূজামন্ডপ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অধিক দায়িত্বশীলতার সাথে নিয়মিত নিরাপত্তা টহলের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। খুলনা রেঞ্জ কার্যালয়ে ব্যাটালিয়ন আনসার সদস্যদের অপারেশনাল ও প্রশাসনিক বিষয়াদি সমন্বয়ের জন্য খুলনা রেঞ্জের উপমহাপরিচালক কর্তৃক ২য় শ্রেণির একজন কর্মকর্তাকে ভোকাল পার্সন হিসেবে দায়িত্ব দিয়েছেন। এ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সমন্বয়রে জন্য খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয়সমূহে কন্ট্রোলরুম খোলা হয়েছে। সংশ্লিষ্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্টগণ সার্বিক বিষয়ে সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, খুলনা বিভাগের ১০টি জেলায় ২২৬৪ টি দুর্গাপূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অধিক গুরত্বপূর্ণ পূজামন্ডপে ০৪ জন ও গুরত্বপূর্ণ পূজামন্ডপে ০৩ জন করে ৭৬২৭ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা ০৬ অক্টোবর ২০২৪ খ্রিঃ হতে ০৭ অক্টোবর ২০২৪ খ্রিঃ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |