ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
মুসলিম হত্যা'র প্রতিবাদে ঝাড়ু মিছিল-সড়ক অবরোধ
মাহমুদুল হাসান, ভূঞাপুর
প্রকাশ: Tuesday, 8 October, 2024, 2:04 PM

মুসলিম হত্যা'র প্রতিবাদে ঝাড়ু মিছিল-সড়ক অবরোধ

মুসলিম হত্যা'র প্রতিবাদে ঝাড়ু মিছিল-সড়ক অবরোধ

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রকাশ্য দিবালোকে মুসলিম উদ্দিনকে কুপিয়ে হiত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। আজ সকাল ১০ টা থেকে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের মাটিকাটা এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। এতে মুসলিম উদ্দিনের পরিবার ও আত্মীয়স্বজনসহ হাজারও এলাকাবাসী অংশ নেয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ আমজাদ হোসেন, মোনায়েম হোসেন মোন্নাফ, নুরুল ইসলাম নুরু, মোঃ হাসমত নেতা, মোঃ মোমিন মিয়া, রতন মিয়া, মোঃ শিবলু, আকাব্বর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মুসলিম উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার ইন্ধন দাতাসহ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম ও উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। তাঁরা দ্রুত আসামীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে দুই ঘন্টা পর দুপুর ১২ টার দিকে লোকজন অবরোধ তুলে নেয়। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, মুসলিম উদ্দিন হত্যার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীরা দেশের যে প্রান্তেই থাকুক না কেন তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা বিনতে আখতার বলেন, মুসলিম উদ্দিন হত্যা মামলার আসামিদের ব্যপারে আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। তারা যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর বিকালে সালিশ শেষে ফেরার পথেপূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র সহকারে মুসলিম উদ্দিনের ওপর হামলা চালায় সুজন, রাকিব, মর্তুজ ও তার সহযোগীরা। হামলায় নিহত হয় মুসলিম। আহত হয় মুসলিমের বাবাসহ ৬জন। এ ঘটনায় মুসলিমের ভাই মুসা বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হালিম নামের একজনকে গ্রেপ্তার করে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status