ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
কী কারণে ল্যাপটপ গরম!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 August, 2024, 9:54 PM

কী কারণে ল্যাপটপ গরম!

কী কারণে ল্যাপটপ গরম!

ঘরোয়া বা অফিসের কাজে পিসির তুলনায় জনপ্রিয় এখন ল্যাপটপ। কিন্তু অবয়বে ছোট্ট হওয়ায় যন্ত্রটি দ্রুতই গরম হয়ে যায়। এ সমস্যার মুখোমুখি হচ্ছে কমবেশি সবাই। ল্যাপটপে খুব বেশি গরম অনুভূত হলে দ্রুত তা বন্ধ করতে হবে। জেনে রাখা ভালো, কীভাবে দ্রুত যন্ত্রটি ঠান্ডা করা সম্ভব।

প্রায় সব ল্যাপটপই ব্যবহারের সময় কমবেশি গরম হয়। আবার অনেক সময় সামান্য ব্যবহারেই উত্তপ্ত হয়ে যায় ল্যাপটপ। ফলে তা দীর্ঘক্ষণ ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ল্যাপটপ গরম হলে দ্রুত তা স্লো হয়ে যায়। দ্রুত কাজ ও ভালো পারফরম্যান্সের জন্য সব সময় ল্যাপটপ ঠান্ডা রাখা প্রয়োজন।

ফ্যান পরিষ্কার
যখনই ল্যাপটপে গরম অনুভূত হবে, প্রথমেই তার ফ্যানের অংশে হাত রেখে তাপের মাত্রা অনুমান করতে হবে। যদি সেখান থেকে পর্যাপ্ত হাওয়া না বাইরে আসে, তবে বুঝবেন ল্যাপটপের ফ্যান ঠিকঠাক তাপ নিয়ন্ত্রণ করতে পারছে না। বিশেষ এ কারণে গরম হচ্ছে প্রসেসর। ল্যাপটপের ফ্যানের ব্লেডে ধুলো জমে থাকার কারণে অনেক সময় তা যথাযথ কাজ করতে পারে না। 
যদি কোনো কারণে ল্যাপটপের ফ্যান খারাপ হয়ে যায়, তবে তা বদলে নিতে হবে। আবার নিজে ল্যাপটপ খুলে ফ্যান পরিষ্কার করতে না পারলে পেশাদার কারও সহায়তা নিতে হবে।

পর্যাপ্ত ভেন্টিলেশন
ল্যাপটপকে অনেকে যত্রতত্র ব্যবহার করেন। বিছানায় ব্যবহার করার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। ফলে পর্যাপ্ত ভেন্টিলেশনের অভাবে ল্যাপটপে গরম অনুভূত হয়। সব সময় ল্যাপটপের নিচে ন্যূনতম বই বা ল্যাপটপ কুলিং প্যাড রেখে তবেই তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। বিছানায় ছড়িয়ে থাকে অসংখ্য ছোট ধূলিকণা, যা সরাসরি ল্যাপটপের ফ্যানে প্রবেশ করে খুব কম সময়ে তা অকেজো করতে পারে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status