ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
নির্মাণাধীন জাতীয় পতাকা থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ছাত্র শহীদদের নাম রাখার দাবি
এস এম আরজু,চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 18 August, 2024, 9:27 PM

নির্মাণাধীন জাতীয় পতাকা থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ছাত্র শহীদদের নাম রাখার দাবি

নির্মাণাধীন জাতীয় পতাকা থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ছাত্র শহীদদের নাম রাখার দাবি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি সম্মান ও নগরীর সৌন্দর্য বৃদ্ধির প্রকল্পে চট্টগ্রামের ২নং গেট,ষোলশহর সংলগ্ন বিপ্লব উদ্যানে নির্মাণাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিকৃতি থেকে বঙ্গবন্ধুর সকল ছবি অপসারণ এবং শহীদদের নাম উল্লেখ্যের দাবি জানিয়ে সিটি কর্পোরেশনে স্মারকলিপি জমা দিয়েছেন বৈষম্যবিরোরী ছাত্র সমাজ। 

বোরবার (১৮ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট "বিপ্লব উদ্যানে নির্মিত জাতীয় পতাকার প্রতিকৃতি ও সবুজায়ন প্রসঙ্গে" শিরোনামে এই স্মারকলিপিটি জমা দিয়েছেন বৈষমযবিরোধী ছাত্র সমাজ। স্মারকলিপিতে নির্মাণাধীন এই প্রকল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাম ছবি পরিবর্তন করে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণপূর্বক তাদের নাম ও জাতীয় সংগীত অন্তর্ভুক্তি করার কথা উল্লেখ করা হয়েছে। 

এছাড়াও বিপ্লব উদ্যানে প্রস্তাবিত বিভিন্ন সৌন্দর্যবর্ধন,সবুজায়ন এবং বাংলাদেশের মহান জাতীয় পতাকার প্রতিকৃতি নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সকল ব্যাবসায়িক কর্মকান্ড স্থগিত রাখার ও চলমান কাজ দ্রুত সম্পন্নপূর্বক জনসাধারণের জন্যে উন্মুক্ত করার জোর দাবী জানানো হয়। 

প্রস্তাবিত এই স্মারকলিপির দাবি সমূহ হলো 
১. প্রস্তাবিত পতাকা থেকে শেখ মজিবর রহমানের প্রতিকৃতির অপসারণ করতে হবে। 
২. পতাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণপূর্বক তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।
৩. পতাকায় জাতীয় সংগীত অন্তর্ভুক্তি করিতে হইবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status