শাকিবের ‘প্রিয়তমা’ এখন দেবের মনের মানুষ
নতুন সময় প্রতিবেদক
|
‘প্রিয়তমা’ ছবিতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ইধিকার জুটি বেশ সাড়া ফেলেছিল। এবার দেব-ইধিকার রসায়ন দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। টালিউডে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ছবি ‘খাদান’। ইতোমধ্যে এ ছবির দুটি গান প্রকাশ্যে এসেছে। কিন্তু সেখানে দেখা যায়নি মেগাস্টার শাকিব খানের প্রিয়তমাখ্যাত নায়িকা ইধিকা পালের। যে কারণে খানিকটা হতাশ অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। অথচ ‘খাদান’-এ দেব-ইধিকার রোম্যান্স দেখতে মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা। বুধবার 'খাদান'-এর পোস্টার প্রকাশ্যে এসেছে। সেখানেই ইধিকার সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিলেন দেব। ছবিতে লতিকার চরিত্রে অভিনয় করেছেন এ নায়িকা। বোঝা গেল ‘খাদান’-এর পোস্টার দেখেই। সেখানে ইধিকার দেখা মিলল 'পাশের বাড়ির মেয়ের' লুকেই। সালোয়ার কামিজ, খোলা চুল আর ছোট টিপে মানানসই ইধিকা। লতিকার চরিত্রটা ঠিক কেমন হবে, তার আভাসও দিয়েছেন অভিনেতা-প্রযোজক দেব। ক্যাপশনে লেখা— ‘মনের মানুষ, প্রাণের মানুষ, সুখ-দুঃখের সাথী, হাত ধরে সে চলার পথে, ভুলে কান্না হাসি।’ জানা গেছে, ভালো-খারাপ সব পরিস্থিতিতেই হাত ছাড়বে না এমন মনের মানুষ লতিকা। কাছের মানুষের আগলে রাখে লতিকা, মুড়ে রাখে ভালোবাসায়। যে ভালোবাসতে জানে, কিন্তু প্রয়োজনে কঠোর হতেও পারে। হাসিমুখে সব পরিস্থিতির মোকাবিলা করতে পারে লতিকা। হালে দেবের বিপরীতে ছোটপর্দার একাধিক নায়িকার দেখা মিলেছে। ইধিকাও তার ব্যতিক্রম নয়। বলে রাখা ভালো— টেলিভিশন ধারাবাহিকে কাজ করে নজরে এসেছিলেন ইধিকা পাল। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |