কর্ণফুলী উপজেলা ও চার ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 18 August, 2024, 9:25 PM
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী ও চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কর্ণফুলী উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বৈষম্য বিরোধী আনদোলনের ছাত্র।
রবিবার সকাল ১০ টা থেকে তাঁরা এ কর্মসূচী চলে বিকাল ৩টা পর্যন্ত।
জানা গেছে রবিবার (১৮ আগস্ট) সকাল ১০ টা থেকে ক্রসিং রিভার ভিউ কর্ণফুলী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় এবং বড়উঠান ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করেছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় অবৈধ সরকারের জনপ্রতিনিধিদের অপসরণের দাবিতে শ্লোগান দিতে দেখা যায়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আসলে যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ও বৈষম্য বিরোধী আনদোলনের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসে ইউএনও মাসুমা জান্নাত, দেড় ঘন্টা পর মিটিং শেষ করে কর্মসূচি সমাপ্তির ঘোষণা দেন আন্দোলনকারীরা।
ঘেরাও ও বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ বলেন, অবৈধ সরকার আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের অপসারণের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠন সহ বিক্ষুব্ধ জনতা অবস্থান নিয়েছে। যতদিন পর্যন্ত তাঁরা পদত্যাগ করবে না ততদিন পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব৷
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, তারা চলমান পরিস্থিতি নিয়ে উপজেলায় এসেছেন। এসময় তারা বেশ কিছু দাবি জানিয়েছেন,আমরা তাদের কথা শুনেছি সবাইকে শান্ত থাকার জন্য আহবান করেছি,আমরা উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিব