ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
হরিরামপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 28 November, 2024, 2:46 PM

হরিরামপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা অনুষ্ঠিত

হরিরামপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের হরিরামপুরে জুলাই- আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে শহীদ ও আহতের স্মরণে স্মরণ সভা এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের আয়োজনে কলেজের হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি খাজা ডাঃ আব্দুল্লাহ আল মামুন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হামিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, কলেজের এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ কামরুল হাসান।

কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আতিকুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক কমিটির সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মফিজুল হক ফিরোজ।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মশিউর রহমান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর হাওলাদার, এছাড়াও কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রী বৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠানে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলের পনের বছরে দেশে একনায়কতন্ত্র কায়েমসহ সকল ক্ষেত্রে বৈষম্যের দিক তুলে ধরেন এবং ভবিষ্যতে যেন দেশের মানুষ আর এই রকম বৈষম্যের শিকার না হয়, সেদিকে সুদৃষ্টি রাখতে ছাত্র-ছাত্রীদের প্রতি দিক নির্দেশনা দেন।


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status