বরিশালে নিহত আ.লীগ নেতার পিস্তল কুড়িয়ে পেয়ে থানায় জমা
নতুনসময় প্রতিনিধি
|
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় নিহত আওয়ামী লীগ নেতা টুটুলের খোয়া যাওয়া পিস্তল কুড়িয়ে পেয়ে থানায় জমা দেওয়া হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাতে কোতোয়ালি থানায় অস্ত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোস্তাফিজুর রহমান। জানা যায়, গত ৪ আগস্ট নগরীর নবগ্রাম রোডে হাতেম আলী কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় নগরীর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী আন্দোলনকারীদের ওপর তার লাইসেন্সকৃত পিস্তল তাক করলে তার ওপর একদল যুবক হামলা চালায়। তবে তারা কী আন্দোলনকারী, না নিজ দলেরই প্রতিপক্ষ তা এখনো চিহ্নিত হয়নি। এ সময় পিটিয়ে ও কুপিয়ে টুটুল চৌধুরীকে হত্যা করা হয়। ওই সময় টুটুলের পিস্তলটি খোয়া যায়। ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নগরীর নবগ্রাম রোডের বাসিন্দা অভি খান (১৭) নামে এক তরুণ পিস্তলটি কুড়িয়ে পেয়ে তার মাকে নিয়ে সেনা ক্যাম্পে যায়। ওখানকার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মেজর রাশেদ তাদের নিয়ে থানায় আসেন। পরে পিস্তলটি জমা দেওয়া হয়। টুটুল চৌধুরী হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে তার স্ত্রী মামলা করেছেন। এতে আলামত হিসেবে অস্ত্রটি জব্দ দেখানো হবে বলে জানান তিনি।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |