বিয়ের পর পরই এই ভুল করে বসেন পুরুষেরা, অজান্তেই ভাঙেন স্ত্রীর মন
নতুন সময় ডেস্ক
|
স্ত্রীকে ভালো রাখার জন্য প্রত্যেক পুরুষই চেষ্টা করেন। কিন্তু কখনও কখনও অজান্তেই তাঁদের কিছু ভুল হয়ে যায়, যা স্ত্রীকে মনে দুঃখ দেয়। বিয়ের পর পরই এমন ভুল হওয়ার সম্ভাবনাও থাকে বেশি। তাই প্রথম থেকে সতর্ক হন, বিয়ের পরে এই ৫ ভুল এড়িয়ে চলুন। নতুন সম্পর্ক নিয়ে আমাদের প্রত্যেকের মনেই ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা থাকে। সম্পর্ক ভালো রাখতে এবং দাম্পত্য সুখকর করে তুলতে চেষ্টাও করেন সবাই। কিন্তু সব দিক খেয়াল রাখার পরেও ছোট ছোট ভুল রয়ে যায়। আর তার ক্ষতিকারক প্রভাব পড়ে সম্পর্কে। সাধারণত দাম্পত্যের প্রথম দিকেই এই ছোট ছোট ভুল হয়। মহিলারাও যেমন ভুল করতে পারেন, ঠিক তেমনই পুরুষদেরও বেশ কিছু ভুল হয়ে যেতে পারে। আর তার প্রভাব পড়ে সঙ্গীর মনে। আপনিও কি সম্প্রতি বিয়ে করেছেন? তাহলে একটু সতর্ক হন। পুরুষেরা জেনে নিন আপনার কোন ভুলে স্ত্রীর মন ভাঙতে পারে। বিয়ের পরে নতুন বাড়িতে আসার পরে প্রত্যেক মহিলাই ছোট বড় সমস্যার মুখোমুখি হন। সেই কথা তাঁরা সরাসরি কাউকে বলতে পারেন না। কিন্তু স্বামীর কাছে তাঁরা মনের কথা জানাতে পারেন। তাই হয়তো আপনার স্ত্রী কোনও দুঃখের কথা আপনাকে বলতেই পারেন। সেগুলো একটু মন দিয়ে শুনুন। তাঁকে সমর্থন করুন। সেই সময়ে তাঁর হাত ধরে বলুন, “পাশে আছি”। কিন্তু সমর্থন না করে যদি আপনি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে তিনি দুঃখ পাবেনই। আপনার বাড়িতে স্ত্রী প্রথম প্রথম এসেছেন। তাই তাঁকে একটু সামলে রাখার দায়িত্ব আপনারই। কিন্তু আপনি যদি সেই কাজটি না করে প্রথম থেকেই অবহেলা করতে শুরু করেন, তাহলে তিনি দুঃখ পাবেনই। এমনকী আপনাদের সম্পর্ক অসময়ে খারাপ হতে পারে। তাই প্রথম থেকে একটু বুঝেশুনে কথা বলুন। স্বামী হিসেবে স্ত্রীকে সময় দিন। বিয়ের পরে স্ত্রীকে বুঝে উঠতে সময় লেগে যায় প্রত্যেক পুরুষের। তাঁর কোন কথাটি খারাপ লাগছে, কোন কথা ভালো লাগছে, সেটা অনেকেই বোঝেন না। আর এতে বড় সমস্যা তৈরি হয়। না বুঝে অনেক পুরুষই বেফাঁস মন্তব্য করে ফেলেন, যেটি তাঁর স্ত্রীকে আঘাত করে। আপনিও এমন কোনও ভুল করবেন না। স্ত্রীর সামনে প্রথম প্রথম একটু বুঝে শুনে কথা বলুন। তাতেই পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সাতপাক ঘোরার কয়েক সপ্তাহ পর পর্যন্ত বেশ সুন্দর একটা সময় কাটান দম্পতিরা। আর এই সময়টি উপভোগ করার মতোই। কিন্তু আপনি যদি এই কয়েক সপ্তাহে আপনার স্ত্রীকে কোনও রোম্যান্টিক মুহূর্ত উপহারই না দেন, তাহলে তাঁর মনখারাপ হবেই। তিনি হয়তো সারপ্রাইজের অপেক্ষা করছেন, আর এদিকে আপনি নিজের বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত। এমন হলে চলবে নাকি? মনে রাখবেন, এই সময়টা চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না। আপনি আপনার স্ত্রীকে যে খুবই ভালোবাসেন, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিয়ের পরে প্রথম প্রথম কয়েক সপ্তাহ স্ত্রীকে ‘ভালোবাসি’ বলতে পারেন তো। আপনি যদি তাঁর হাত ধরে এই শব্দটি বলেন, তাহলে তিনি আনন্দ পাবেন। আপনার ছোট ছোট ভুল তিনি ক্ষমাও করে দিতে পারেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |