ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
বারেবারে শুধু নিলামেই নাম ওঠে, কপালে দল আর জোটে না সাকিব-বাবরদের
প্রকাশ: Friday, 22 March, 2024, 10:51 AM

বারেবারে শুধু নিলামেই নাম ওঠে, কপালে দল আর জোটে না সাকিব-বাবরদের

বারেবারে শুধু নিলামেই নাম ওঠে, কপালে দল আর জোটে না সাকিব-বাবরদের

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জামানায় ক্রিকেটারদের নামের পাশে একাধিক দলের নাম জুড়ে যায়। বিভিন্ন দেশের বিভিন্ন টো-টোয়েন্টি টুর্নামেন্টে ক্রিকেট বিশ্বের তারকাদের মেলা বসে নিয়মিত। তবে ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে শুধু নিলামেই কয়েকজন তারকা ক্রিকেটারদের নাম উঠে আসছে অনেকদিন ধরে, কিন্তু তাঁদের ভাগ্যে দল জুটছে না।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আয়োজিত ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের চতুর্থ আসর গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে বিশেষ গুরুত্ব পাওয়া এই টুর্নামেন্টের সূচনা হয় ২০২১ সালে। সেই শুরু থেকেই এই টুর্নামেন্টে খেলার জন্য নিলামে নিজের নাম দিয়ে আসছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। বাংলাদেশের সাকিব আল হাসানসহ অনেকের নামও নিয়মিত থাকে নিলামের নিবন্ধনে।  

তবে বিশ্ব ক্রিকেটে অনেক বড় নাম বনে যাওয়া এই তারকারা যেন দ্য হান্ড্রেডের দলগুলোর মন গলাতে পারছেন না। চতুর্থ আসর গড়াতে যাওয়া এই টুর্নামেন্টের ড্রাফটে এবারো অবিক্রীত সাকিব-বাবর-রিজওয়ান।

এ নিয়ে ২০২১ সাল থেকে এখন পর্যন্ত চার-চারবার নিলামে অবিক্রিত থেকে গেলেন তাঁরা। বাবর-রিজওয়ানরা ভারত-পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে আইপিএলেও খেলার সুযোগ পান না। এর বাইরে বাকি যে টুর্নামেন্ট থাকে, তার মধ্যে এই হান্ড্রেডেও তাঁদের ডাক পড়ে না। বাংলাদেশের দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালও এবার নাম দিয়েও দল পাননি।  

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা সাকিব দল পাবেন এমনটাই হয়তো আশা ছিল তাঁর ভক্তদের। তবে বাবর-রিজওয়ানদের মতো টানা চারবারই নিলামে নাম তুলে কারো সাড়া পাননি সাকিব।

তবে এবারের আসরে দল না পাওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছে আরও একাধিক বড় নাম। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, ইংল্যান্ডের জেসন রয় ও মার্ক উডের মতো তারকারা।

বাবর-রিজওয়ান-সাকিবরা দল না পেলেও গতকাল অনুষ্ঠিত ড্রাফটে দল পেয়েছেন পাকিস্তানের দুই পেসার নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি। এছাড়া দল পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ইমাদ ওয়াসিম।

তবে দ্য হান্ড্রেডের ড্রাফটে গতকাল আধিপত্য ছিল ক্যারিবিয়ান তারকাদের। ড্রাফটে প্রথম ডাক পেয়েই নিকোলাস পুরানকে দলে টানে নর্দান সুপারচার্জার্স। আইপিএল থেকে অবসর নেওয়া কাইরন পোলার্ডকে দলে নিয়েছে সাউদার্ন ব্রেভস, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল খেলবেন ট্রেন্ট রকেটসে। লন্ডন স্পিরিটের হয়ে খেলবেন আন্দ্রে রাসেল ও শিমরন হেটমায়ার।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status