এ ম্যাচে আবহাওয়া দুই দলের জন্যই সমান থাকবে। ম্যাচের ফলে ভূমিকা থাকবে না শিশিরের। সে ক্ষেত্রে নিজেদের শক্তিকেই কাজে লাগিয়ে যারা ভালো খেলতে পারবে, জয়টা হবে তাদেরই প্রাপ্য।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে সোমবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী এ ম্যাচে আগে বোলিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।
ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচই ছিল দিবা-রাত্রির, যেখানে প্রথম ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা, তবে দুই ম্যাচেই একটা মিল ছিল। পরের ইনিংসে যারা ব্যাট করেছে, তারাই জয়ের স্বাদ পেয়েছে। এর পেছনে বড় কারণ ছিল চট্টগ্রামের আবহাওয়ার।
প্রচুর শিশির দেখা গেছে দুই ম্যাচেই, যেটা ব্যাটিং দলকে বেশ খানিকটা সুবিধা দিয়েছে। আর সেটাই কাজে লাগিয়েছে তারা। সিরিজের শেষ ম্যাচটা অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। তাই এ ম্যাচে আবহাওয়া দুই দলের জন্যই সমান থাকবে।
ম্যাচের ফলে ভূমিকা থাকবে না শিশিরের। সে ক্ষেত্রে নিজেদের শক্তিকেই কাজে লাগিয়ে যারা ভালো খেলতে পারবে, জয়টা হবে তাদেরই প্রাপ্য।
বাংলাদেশ একাদশ: এনামুল হক, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।