ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
নতুন সয়ে ডেস্ক
প্রকাশ: Monday, 18 March, 2024, 10:10 AM

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

এ ম্যাচে আবহাওয়া দুই দলের জন্যই সমান থাকবে। ম্যাচের ফলে ভূমিকা থাকবে না শিশিরের। সে ক্ষেত্রে নিজেদের শক্তিকেই কাজে লাগিয়ে যারা ভালো খেলতে পারবে, জয়টা হবে তাদেরই প্রাপ্য।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে সোমবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী এ ম্যাচে আগে বোলিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচই ছিল দিবা-রাত্রির, যেখানে প্রথম ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা, তবে দুই ম্যাচেই একটা মিল ছিল। পরের ইনিংসে যারা ব্যাট করেছে, তারাই জয়ের স্বাদ পেয়েছে। এর পেছনে বড় কারণ ছিল চট্টগ্রামের আবহাওয়ার।

প্রচুর শিশির দেখা গেছে দুই ম্যাচেই, যেটা ব্যাটিং দলকে বেশ খানিকটা সুবিধা দিয়েছে। আর সেটাই কাজে লাগিয়েছে তারা। সিরিজের শেষ ম্যাচটা অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। তাই এ ম্যাচে আবহাওয়া দুই দলের জন্যই সমান থাকবে।

ম্যাচের ফলে ভূমিকা থাকবে না শিশিরের। সে ক্ষেত্রে নিজেদের শক্তিকেই কাজে লাগিয়ে যারা ভালো খেলতে পারবে, জয়টা হবে তাদেরই প্রাপ্য।

বাংলাদেশ একাদশ: এনামুল হক, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: পথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মদুশান, লাহিরু কুমারা ও মাহিশ থিকশানা।


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status