নিজ্জার হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ, যেভাবে মারা হয় তাঁকে
নতুন সময় ডেস্ক
|
ঘটনার ৯ মাস পেরিয়ে গেছে। এতদিন পর বের হলো খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের ভিডিও। সংবাদমাধ্যম সিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কানাডার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখানো হয় এই ভিডিও। বিগত কয়েক বছরে কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় হাইকমিশনের সামনে খালিস্তানি বিক্ষোভের নেপথ্যে ছিলেন হরদীপ। সম্প্রতি খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারকে দায়ী করে মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ নিয়ে বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হয় ভারত ও কানাডার মধ্যে। এই সম্পর্ক এখনো চলমান। এবার প্রকাশিত হলো এই ঘটনার ভিডিও। সিবিসি নিউজ এই ভিডিও পেয়েছে ‘দ্য ফিফথ এস্টেট’ নামক একটি কানাডীয় ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি সিরিজ থেকে। একটির বেশি সূত্র থেকে এই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে সিবিসি। ভিডিওতে দেখা যায়, ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভার শহরের গুরুদুয়ারার সামনে গাড়িতে নিজ্জার। এ সময় গাড়ির সামনে এসে আরেকটি সাদা গাড়ি থামে। এরপর কয়েকজন লোক তাঁকে গুলি করে গাড়িতে করে চলে যান। এ ঘটনা দুজন দেখেছেন বলেও সিবিসি নিউজকে জানান। ওই সময় তাঁরা হত্যাকারীদের ধাওয়া করেও ধরতে পারেননি। এই ভিডিও নিয়ে ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |